বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৪১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ১৬২ জন এবং সারা দেশে এক হাজার ২৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৯৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালের ৮৯৭ জন। আর সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৪১ জন ছাড়পত্র পেয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৬৮৮ জন। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৩৪৯ জন। আর ঢাকার বাইরে ১৫ হাজার ৩৩৯ জন।
এদিকে এখন পর্যন্ত ভর্তি রোগীর মধ্যে হাসপাতাল ছেড়েছে ২৯ হাজার ৫৬০ জন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৫৪১ জন এবং ঢাকার বাইরে ১২ হাজার ১৯ জন।