দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৫৫৪ জন। মোট শনাক্ত ৫ লাখ ৭৭হাজার ২৪১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৮৩৫ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ২৫হাজার ৯৯৪জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৬হাজার ৩৫৭টি নমুনা সংগ্রহ এবং ২৫হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১শতাংশ।