English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ৭৭১ জন মানুষ বা আক্রান্তের ৩%

- Advertisements -

আজ রোববার (১৪ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৪৯ হাজার ৬২৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৩৯ হাজার ৭৯৬ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৭১ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৬ লাখ ৫৯ হাজার ৭৭১ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৮২ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৩০৯ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৭ লাখ ১৫ হাজার ৫৬৮ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮৯ হাজার ২০৬ জন বা ০.৪%।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৩ কোটি ৪৩ হাজার ৬৬২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৮০৮ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৪৬ হাজার ৬০৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ২১ লাখ ৮ হাজার ৫৯৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

আক্রান্তে ২য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২৫০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৯৩৪ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭৭ হাজার ২১৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৯৪০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৩৬ হাজার ৯৪৭ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তের সংখ্যায় ৩য় অবস্থানে প্রতিবেশী দেশ ভারত।গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ১৫৩ জন। মৃত্যু হয়েছে, ১৫৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৬৪৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৮ হাজার ৬৪২ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৯ লাখ ৮৭ হাজার ৮৫৫ জন।

রাশিয়া আক্রান্তে চতুর্থ অবস্থানে।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৮০ হাজার ৫২৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৯০৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৯১ হাজার ৬৯৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৭৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৮৫ হাজার ৮৯৭ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৫৩ হাজার ৮২০ জন। মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫৩৪ জন এবং মৃত্যু ১২১ জনের।সুস্থ হয়েছেন ৩৪ লাখ ২৪ হাজার ৯২ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৪০ লাখ ৪৫ হাজার ৩১৯ জন। মারা গেছেন ৯০ হাজার ৩১৫ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৬১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৭৫৯ জন।মৃত্যু ১৬৯ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ১ হাজার ৮৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৬২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ৮৮১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩১৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২৫ লাখ ৭৯ হাজার ৮৯৬ জন।

স্পেনে আক্রান্ত ৩১ লাখ ৮৩ হাজার ৭০৪ জন।মোট মৃত্যু ৭২ হাজার ২৫৮ জন আর সেরে উঠেছে ২৮ লাখ ৫৭ হাজার ৭১৪ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৮ লাখ ৬৬ হাজার ১২ জন। মোট মৃত্যু ২৯ হাজার ৪২১ জনের এবং সুস্থ হয়েছেন ২৬ লাখ ৮৫ হাজার ৫৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৮২ জন এবং মৃত্যু ৬৫ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২৫ লাখ ৬৯ হাজার ৮৫০ জন। মোট মৃত্যু ৭৩ হাজার ৯০৭ জনের এবং সুস্থ হয়েছেন ২৩ লাখ ৫২ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৫৫৪ জন, মৃত্যু ১১৭ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২২ লাখ ৯৯ হাজার ৮২ জন। মারা গেছেন ৬১ হাজার ৪৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৯৯ হাজার ৫০৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৪৬৫ জন। মৃত্যু ৯৬ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ২১ লাখ ৯২ হাজার ২৫ জন। মারা গেছেন ৫৩ হাজার ৬৪৬ জন এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২৭৮ জন এবং মৃত্যু ৬৮ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২১ লাখ ৫৭ হাজার ৭৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৭৪৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৩ হাজার ৮৫১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৭০৯ জনের। এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯৬ হাজার ৭৩৯ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৮৯ হাজার ৩৬০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৬৮ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ১৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৪৯ জন এবং মৃত্যু ৩৪৩ জনের।

ইরানে মোট আক্রান্ত ১৭ লাখ ৩৯ হাজার ৩৬০ জন। মোট মৃত্যু ৬১ হাজার ১৪২ জনের এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮৫ হাজার ১৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৮০২ জন এবং মৃত্যু ৭৩ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৫ লাখ ২৮ হাজার ৪১৪ জন।মোট মারা গেছেন ৫১ হাজার ২৬১ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৪১ জন,মৃত্যু ৮২ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫২ হাজার ৯৮৮ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১৪ লাখ ৫১ হাজার ৭৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২৭৬ জন। মোট মৃত্যু ২৮ হাজার ১৫৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৪৩ জনের এবং সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৭৭৩ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৪ লাখ ১৪ হাজার ৭৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬০৭ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ৩২৯ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৭ হাজার ৪৭০ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৪ লাখ ৭ হাজার ৯৬৩ জন। মোট মৃত্যু ৪৮ হাজার ৮৪১ জন।আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৩ হাজার ৭৬৩ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৩৫৩ জন,মৃত্যু ১৭৭ জনের।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১৩ লাখ ৯২ হাজার ১০৮ জন। মোট মৃত্যু ২৩ হাজার ৮৩ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৯২০ জন, মৃত্যু ১১৪ জনের।সুস্থ হয়েছেন ১২ লাখ ৪ হাজার ৮৭১ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৫২৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ১০ হাজার ৩১০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৪ জন , মৃত্যু ১২ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন