আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৪৯ হাজার ২২৫ জন। নতুন করে প্রাণ গেছে ১৩ হাজার ৯৫৫ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৩ লাখ ৬৪ হাজার ৯৩৮ জন মানুষ বা ৩%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৯৮ লাখ ৫৫ হাজার ৯৩৭ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৫২৫ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার ৯২৫ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ২ হাজার ৫৫০ জন বা ০.৪%।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ২১৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৮০৬ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৮৩ হাজার ২০০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৩২ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৭৮ লাখ ২৭ হাজার ৩২৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৬০ জন। মৃত্যু হয়েছে, ১১৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ৭১ হাজার ৬০ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৫ হাজার ৩৯৯ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৫ লাখ ৭১ হাজার ৬২৯ জন।
আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৬ লাখ ৬২ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬০ হাজার ২৭১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৩৫৭ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৮৫ লাখ ৯৬ হাজার ১৩০ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ১২ হাজার ৭১০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৪৯৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭৮ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৩৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৫ লাখ ১৬ হাজার ৪৬১ জন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৮৫ হাজার ১৬১ জন। মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৪৯৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ১৩ জন এবং মৃত্যু ১ হাজার ১ জনের।সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৮৪৪ জন।
ফ্রান্সে মোট আক্রান্ত ৩৩ লাখ ৮৫ হাজার ১৬১ জন। মারা গেছেন ৮০ হাজার ৪৪৩ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ১১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৩৮৭ জন।মৃত্যু ২৯৬ জনের।
স্পেনে আক্রান্ত ৩০ লাখ ২৩ হাজার ৬০১ জন।মোট মৃত্যু ৬৩ হাজার ৭০৪ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ১১৪ জন।মৃত্যু ৬৪৩ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৬৮ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৯৫৬ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯২ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪২২ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২১ লাখ ৬৫ হাজার ৮১৭ জন।
তুরস্কে মোট আক্রান্ত ২৫ লাখ ৫৬ হাজার ৮৩৭ জন। মোট মৃত্যু ২৭ হাজার ৯৩ জনের এবং সুস্থ হয়েছেন ২৪ লাখ ৪৫ হাজার ২৮৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৬৩৬ জন এবং মৃত্যু ৯৮ জনের।
জার্মানিতে মোট আক্রান্ত ২৩ লাখ ১১ হাজার ২৯৭ জন। মোট মৃত্যু ৬৩ হাজার ৯৭৯ জনের এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ৭৩ হাজার ১০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৭২৫ জন, মৃত্যু ৬৭৪ জনের।
কলোম্বিয়া মোট আক্রান্ত ২১ লাখ ৭৩ হাজার ৩৪৭ জন। মারা গেছেন ৫৬ হাজার ৭৩৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ৫৫ হাজার ৪৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৪৪২ জন। মৃত্যু ২১৭ জনের।
আর্জেন্টিনায় মোট আক্রান্ত ২০ লাখ ১ হাজার ৩৪ জন। মারা গেছেন ৪৯ হাজার ৬৭৪ জন এবং সুস্থ হয়েছেন ১৭ লাখ ৯৮ হাজার ১২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৭৯৪ জন এবং মৃত্যু ১৬৮ জনের।
মেক্সিকোতে মোট আক্রান্ত ১৯ লাখ ৪৬ হাজার ৭৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৮৬৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৬৮ হাজার ৪৩২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫৩১ জনের। এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ১৯৯ জন।
পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৬৪৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৭২১ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৯ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ২৯ জন এবং মৃত্যু ২২৭ জনের।
ইরানে মোট আক্রান্ত ১৪ লাখ ৮৮ হাজার ৯৮১ জন। মোট মৃত্যু ৫৮ হাজার ৬৮৬ জনের এবং সুস্থ হয়েছেন ১২ লাখ ৭২ হাজার ২৮৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৬৪০ জন এবং মৃত্যু ৮৯ জনের।
সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৪ লাখ ৮২ হাজার ৪১২ জন।মোট মারা গেছেন ৪৭ হাজার ১৪৫ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৭৪২ জন,মৃত্যু ৩৯৬ জনের। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭৪ হাজার ৩৬৮ জন।
ইউক্রেনে মোট আক্রান্ত ১২ লাখ ৫৩ হাজার ৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৬৫৬ জন। মোট মৃত্যু ২৩ হাজার ৯৩৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১২৭ জনের এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৯২ হাজার ৩৭৬ জন।
পেরুতে মোট আক্রান্ত ১২ লাখ ৩ হাজার ৫০২ জন। মোট মৃত্যু ৪২ হাজার ৮৫৯ জন।আর সুস্থ হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ৭২৯ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৫২৩ জন,মৃত্যু ১৫৯ জনের।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১১ লাখ ৮৩ হাজার ৫৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৭৭৬ জন। মোট মৃত্যু ৩২ হাজার ১৬৭ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন।
চেসনিয়ায় মোট আক্রান্ত ১০ লাখ ৫৫ হাজার ৪১৫ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৬৪২ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ১৬৫ জন, মৃত্যু ৬৪ জনের।সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ১৪ জন।