English

23 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১১ হাজার ৪১২ জনের

- Advertisements -

আজ রোববার (৭ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৬৩ লাখ ৪২ হাজার ৮৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ২৭ হাজার ৫৭৮ জন। নতুন করে প্রাণ গেছে ১১ হাজার ৪১২ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৩ লাখ ২০ হাজার ৪৪৫ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ১৬৪ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৯২ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ৮৫০ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৪ হাজার ৪০৮ জন বা ০.৪%।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ কোটি ৭৫ লাখ ১৯ হাজার ৬৩৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৯৮৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৭৩ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৩০ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৫১৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯৪৮ জন। মৃত্যু হয়েছে, ৭২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ২৭ হাজার ১৭০ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৫ হাজার ২৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৫ লাখ ২১ হাজার ৪০৯ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ লাখ ৯৭ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৭০৭ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩১ হাজার ৬৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৯৪২ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৮৩ লাখ ৬৩ হাজার ৬৭৭ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৫১ হাজার ২৩৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৬২৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭৬ হাজার ২২৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৯৭ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৩৬ হাজার ৩২৬ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ২৯ হাজার ৮৩৫ জন। মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ২৬২ জন এবং মৃত্যু ৮২৮ জনের।সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭২ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩৩ লাখ ১৭ হাজার ৩৩৩ জন। মারা গেছেন ৭৮ হাজার ৭৯৪ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৬৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৫৮৬ জন।মৃত্যু ১৯১ জনের।

স্পেনে আক্রান্ত ২৯ লাখ ৭১ হাজার ৯১৪ জন।মোট মৃত্যু ৬১ হাজার ৩৮৬ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ২৫ হাজার ৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৪৪২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯১ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮৫ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২১ লাখ ৭ হাজার ৬১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৫ লাখ ২৪ হাজার ৭৮৬ জন। মোট মৃত্যু ২৬ হাজার ৬৮৫ জনের এবং সুস্থ হয়েছেন ২৪ লাখ ১২ হাজার ৫০৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৮৯৭ জন এবং মৃত্যু ১০৮ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২২ লাখ ৮৪ হাজার ৯৯৯ জন। মোট মৃত্যু ৬১ হাজার ৯৯৮ জনের এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ২০ হাজার ৯০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৬২৮ জন, মৃত্যু ৩৩৭ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২১ লাখ ৫১ হাজার ২০৭ জন। মারা গেছেন ৫৫ হাজার ৬৯৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ২২ হাজার ৩৩১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৫৪৭ জন। মৃত্যু ২৯০ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৯ লাখ ৭৬ হাজার ৬৮৯ জন। মারা গেছেন ৪৯ হাজার ১১০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭২ হাজার ৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৬৮০ জন এবং মৃত্যু ১২৫ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৯ লাখ ১২ হাজার ৮৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৫১ জন। মোট মৃত্যু ১ লাখ ৬৪ হাজার ২৯০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৩৬৮ জনের। এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ১৫১ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৫৩০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৯৯৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৫৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৯৬৫ জন এবং মৃত্যু ২৮৩ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৪ লাখ ৭৩ হাজার ৭০০ জন।মোট মারা গেছেন ৪৬ হাজার ১৮০ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ১৮৪ জন,মৃত্যু ২৭৮ জনের। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪০ হাজার ৪৯৭ জন।

ইরানে মোট আক্রান্ত ১৪ লাখ ৫৯ হাজার ৩৭০ জন। মোট মৃত্যু ৫৮ হাজার ৪১২ জনের এবং সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৭ হাজার ৩৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৯৮৩ জন এবং মৃত্যু ৭৬ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ১২ লাখ ৪১ হাজার ৪৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৩১০ জন। মোট মৃত্যু ২৩ হাজার ৫১৬ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১২৯ জনের এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৭০ হাজার ৭৪৯ জন।

পেরুতে মোট আক্রান্ত ১১ লাখ ৮০ হাজার ৪৭৮ জন। মোট মৃত্যু ৪২ হাজার ১২১ জন।আর সুস্থ হয়েছেন ১০ লাখ ৮৯ হাজার ৪০ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৪৩৩ জন,মৃত্যু ১৮৮ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১১ লাখ ৪৭ হাজার ১০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ১৫৬ জন। মোট মৃত্যু ৩১ হাজার ৩৯৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৩৯ হাজার ১৮৪ জন।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১০ লাখ ৩০ হাজার ১১২ জন। মোট মৃত্যু ১৭ হাজার ১২৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৫৫৯ জন, মৃত্যু ৫৭ জনের।সুস্থ হয়েছেন ৯ লাখ ১৬ হাজার ৭৮৯ জন।

এদিকে ৩১ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ১৯০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০৫ জন , মৃত্যু ৮ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন