আজ মঙ্গলবার (১৯ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬০ লাখ ৮ হাজার ৭৮৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ২৪ হাজার ৫৬০ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ৬১৯ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২০ লাখ ৪৯ হাজার ৩১১ জন মানুষ বা ৩%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৮৬ লাখ ২৯ হাজার ৮৩ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ১২৪ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৫১১ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ১১ হাজার ৮৮৩ জন বা ০.৪%।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ২২ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৮ হাজার ৬২০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ৬৮৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৭৫ জন। মৃত্যু হয়েছে, ১৩৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ৬৪৭ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫২ হাজার ৫৯৩ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ২৭ হাজার ৮৫২ জন।
আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ১২ হাজার ২৩৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ১৩৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ১০ হাজার ৩২৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৬০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭৪ লাখ ৫২ হাজার ৪৭ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৯১ হাজার ৬৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৮৫৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬৬ হাজার ৩৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৭১ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২৯ লাখ ৭৮ হাজার ৭৬৪ জন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজার ৪৯৪ জন। মারা গেছেন ৮৯ হাজার ৮৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭ হাজার ৫৩৫ জন এবং মৃত্যু ৫৯৯ জনের।সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৫৭৫ জন।
ফ্রান্সে মোট আক্রান্ত ২৯ লাখ ১৪ হাজার ৭২৫ জন। মারা গেছেন ৭০ হাজার ৬৮৬ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ১০ হাজার ২০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৭৩৬ জন।মৃত্যু ৪০৩ জনের।
তুরস্কে মোট আক্রান্ত ২৩ লাখ ৯২ হাজার ৯৬৩ জন। মোট মৃত্যু ২৪ হাজার ১৬১ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৭০ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৮৬২ জন এবং মৃত্যু ১৬৪ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯০ হাজার ১০১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৮২৪ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮২ হাজার ৫৫৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬০ হাজার ৪৮৯ জন।
স্পেনে আক্রান্ত ২৩ লাখ ৩৬ হাজার ৪৫১ জন।মোট মৃত্যু ৫৩ হাজার ৭৬৯ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৮০০ জন, মৃত্যু ১৫১ জনের।
জার্মানিতে মোট আক্রান্ত ২০ লাখ ৫৯ হাজার ৩১৪ জন। মোট মৃত্যু ৪৮ হাজার ১০৫ জনের এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৭০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৯৩০ জন, মৃত্যু ৬৬৫ জনের।
কলোম্বিয়া মোট আক্রান্ত ১৯ লাখ ২৩ হাজার ১৩২ জন। মারা গেছেন ৪৯ হাজার ৪ জন এবং সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ২২২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৭১৯ জন। মৃত্যু ৩৭৩ জনের।
আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৮ লাখ ৭ হাজার ৪২৮ জন। মারা গেছেন ৪৫ হাজার ৮৩২ জন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১৮৫ জন এবং মৃত্যু ৪২৫ জনের।
মেক্সিকোতে মোট আক্রান্ত ১৬ লাখ ৪১ হাজার ৪২৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ১৭০ জন। মোট মৃত্যু ১ লাখ ৪০ হাজার ৭০৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৬৩ জনের। এবং সুস্থ হয়েছেন ১২ লাখ ২৩ হাজার ১০৮ জন।
পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৮ হাজার ৯১৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪০৭ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৭ হাজার ৭১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২৭১ জন এবং মৃত্যু ৫২ জনের।
সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৩ লাখ ৪৬ হাজার ৯৩৬ জন।মোট মারা গেছেন ৩৭ হাজার ৪৪৯ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ১০ জন,মৃত্যু ৩৪৪ জনের। সুস্থ হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ৪৫২ জন।
ইরানে মোট আক্রান্ত ১৩ লাখ ৩৬ হাজার ২১৭ জন। মোট মৃত্যু ৫৬ হাজার ৮৮৬ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৮০৬ জন এবং মৃত্যু ৮৩ জনের।
ইউক্রেনে মোট আক্রান্ত ১১ লাখ ৬৩ হাজার ৭১৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৪ জন। মোট মৃত্যু ২০ হাজার ৮৬৯ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৭ জনের এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ৭১ হাজার ১৯৬ জন।
পেরুতে মোট আক্রান্ত ১০ লাখ ৬৮ হাজার ৮০২ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ৯৩১ জন।আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৪ হাজার ৭২৬ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৮৯৩ জন। মৃত্যু ৬০ জনের।
নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৯ লাখ ১৭ হাজার ৩০৮ জন। মোট মৃত্যু ১৩ হাজার ৫৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৭৫৪ জন, মৃত্যু ৫০ জনের।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৯ লাখ ১৭ হাজার ১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৮৬ জন। মোট মৃত্যু ২৬ হাজার ২৮২ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৫ হাজার ৯৩৫ জন।
এদিকে ২৯ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৯২২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৯৭ জন , মৃত্যু ১৬ জনের।