দেশে করোনাভাইরাস শনাক্তের হার গতকাল শনিবার ৯.৩৯ শতাংশ থাকলেও আজ আবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ২৯ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।
তবে, গতকালের তুলনায় আজ কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এর আগের দিন মারা গেছেন ২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৬৯০ জন।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২১ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও দুই হাজার ১৭২ জনকে শনাক্ত করা হয়েছে।