English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৭৮ ডেঙ্গু রোগী

- Advertisements -

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৭৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৩০ জন ঢাকায় ও ৪৮ জন ঢাকার বাইরের হাসপাতালে।

এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯০। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৮৭ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১০৩ জন রয়েছেন।

এদিকে চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৭২১ জন রোগী।

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৭৮ জনের ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪২ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৫২ জন ভর্তি হন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ছয় হাজার ১৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬জন এবং আগস্টর ২৫ দিনে আট হাজার ৮৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

অপমানের জবাব দিলেন সোনাক্ষী

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন