দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০,৫৮৮ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৫৫৯ জনের দেহে।
আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন। মোট নমুমা পরীক্ষা করা হয়েছে ২৭,০৫৬টি।