দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৬৬ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৩ হাজার ৭১৭জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬৯২জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯২হাজার৫৯জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫১টি নমুনা সংগ্রহ এবং ১১হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৯লাখ ৫৮হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩০শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।