দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮৮৭ জন। মোট শনাক্ত ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় ১৭২৩ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৫০৯ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৫৯টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬০ লাখ ২১ হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ।