বিশ্বব্যাপী বাড়ছে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। যাদের মধ্যে বেশিরভাগই আবার হার্ট অ্যাটাকে অকালেই প্রাণ হারাচ্ছেন।
হৃদরোগ এখন শুধু বয়স্কদের রোগ নয়, কমবয়সীদের মধ্যেও এখন দেখা দিচ্ছে হার্টের বিভিন্ন সমস্যা। অনিয়মিত জীবনধারণ হার্টের বিভিন্ন অসুখের বিভিন্ন কারণগুলোর মধ্যে অন্যতম।
সবারই উচিত হার্ট অ্যাটাক থেকে বাঁচতে সতর্ক ও সচেতন থাকা। এজন্য আগে থেকেই সবারই জানা উচিত হার্ট অ্যাটাকের লক্ষণগুলো। তাহলে নিজেও যেমন বাঁচবেন, আবার অন্যের জীবনও রক্ষা করতে পারবেন।
হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ হলো বুকে ব্যথা। তবে ব্যক্তিভেদে লক্ষণেও কিন্তু পরিবর্তন আসতে পারেন। তবে হার্ট অ্যাটাকের আগে হাতেও দেখা দিতে পারে এক সমস্যা। জানলে অবাক হবে, বাম হাত ব্যথার লক্ষণও কিন্তু হার্ট অ্যাটাকের ইঙ্গিত দেয়।
যদিও হাতে যে কোনো সময় ব্যথা হওয়া হতে পারে ভারি কিছু তোলা বা হাতে দীর্ঘক্ষণ চাপ পড়ার কারণে। তবে হঠাৎ করেই কোনো কারণ ছাড়া বাম হাতে ব্যথা হওয়ার সমস্যা সব সময় স্বাভাবিক নাও হতে পারে।
কারণ এটি হতে পারে হার্ট অ্যাটাকসহ বেশ কিছু সমস্যার লক্ষণ। যা অনেকেই অবহেলা করেন কিংবা বিষয়টি সাধারণ ভেবে ভুল করেন।