এই শীতের দিনেও যদি সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চান, তাহলে অবশ্যই ঘরোয়া একটি উপাদান ব্যবহার করতে পারেন, যেটি আপনাকে সাহায্য করতে পারে। আজ আপনাদের জানাব মুলতানি মাটির ব্যবহার। চলুন, তাহলে জেনে নেওয়া যাক।
মুলতানি মাটি ব্যবহার করে আপনিও আপনার মুখ উজ্জ্বল ও তেলমুক্ত করতে পারেন। মুলতানি মাটিতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বক থেকে ব্রণ দূর করতে সাহায্য করে এবং আপনার মুখ কোমল করে তোলে।
এতে থাকা ম্যাগনেসিয়াম, সোডিয়াম ও ক্যালসিয়াম ত্বকের জন্য খুবই উপকারী। শীতকালে অবশ্যই সপ্তাহে দুই বা তিনবার ফেসপ্যাক হিসেবে এটি ব্যবহার করা উচিত।
আসুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই-
দাগ অপসারণ
মুলতানি মাটি ত্বকের দাগ ও ক্ষত হালকা করতে সাহায্য করে। এর প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে সমান করে। এ জন্য মুলতানি মাটিতে হলুদ ও দুধ মিশিয়ে নিন। এরপর এটি মুখে ব্যবহার করতে পারেন।
ট্যানিং ও রোদে পোড়া দাগ দূর করা
সূর্যের আলোর কারণে ত্বকে ট্যানিং এবং রোদে পোড়া ভাব দেখা দেয়।
শীতেও ট্যানিংয়ের সমস্যা হওয়া সাধারণ। এ জন্য মুলতানি মাটির সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে এর পেস্টটি কিছুক্ষণ ফেসপ্যাকের মতো মুখে লাগাতে পারেন। ফল পাবেন হাতেনাতে।
ত্বকে শীতল প্রভাব প্রদান করে
মুলতানি মাটির ফেসপ্যাক ত্বকের জ্বালাপোড়া থেকে মুক্তি দেয়। এটি ত্বকের জ্বালাপোড়া ও প্রদাহ কমাতেও সহায়ক। মুলতানি মাটিতে গোলাপ জল মিশিয়ে একটি প্যাক তৈরি করে মুখে লাগান। এটি ত্বকের জন্য খুবই উপকারী।
তেল নিয়ন্ত্রণ করতে
তৈলাক্ত ত্বকের মানুষদের জন্য মুলতানি মাটি আশীর্বাদস্বরূপ। এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, যার ফলে মুখ সতেজ ও পরিষ্কার দেখায়। তৈলাক্ত ত্বকের জন্য, আপনার একটি ফেসপ্যাক তৈরি করা উচিত এবং এটি আপনার মুখে ব্যবহার করা উচিত।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি
মুলতানি মাটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে। এর নিয়মিত ব্যবহারে ত্বকের রং পরিষ্কার ও উজ্জ্বল দেখায়। মুলতানি মাটি অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে। এটি ত্বকে ২০ মিনিট রেখে দিন, তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি তাৎক্ষণিকভাবে ত্বককে উজ্জ্বল করে তুলবে।