চিকিৎসাবিজ্ঞানে প্রযুক্তির ছোঁয়া লাগছে প্রতিনিয়ত। তৈরি হয়েছে অপার সম্ভাবনা। সেটি কাজে লাগিয়ে বাংলাদেশি যুবক নাগিব মাহফুজ সানি করেছেন অভূতপূর্ব এক কাজ। ডেটা অ্যানালিটিক্স ও মেশিন লার্নিংয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার নতুন মডেল তৈরি করেছেন তিনি। সম্প্রতি যা তাকে এনে দিয়েছে ‘গ্লোবাল রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫’।
সুবিশাল ডেটাসেট বিশ্লেষণ ও গবেষণার কাজ করছেন সানি। এর মাধ্যমে নতুন যেসব মডেল তৈরি হচ্ছে, তার সাহায্যে রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা ও রোগীর অবস্থা পর্যবেক্ষণ আরো কার্যকরী করা যায়। রোগের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করা থেকে ব্যক্তির সঠিক চিকিৎসা পরিকল্পনা তৈরিতে প্রযুক্তির সাহায্যে সঠিক ও দ্রুত সমাধান প্রদান করা সম্ভব হচ্ছে স্বল্প খরচে।
পুরস্কার পেয়ে সানি বলেন, ‘অর্জনে কে না খুশি হয়! এটি কাজের উদ্যম বাড়াবে। এই স্বীকৃতি শুধুমাত্র আমার ব্যক্তিগত অর্জন নয়, আমার দলের পরিশ্রম ও অঙ্গীকারের ফলাফল। আমরা ডেটা অ্যানালিটিক্স ও মেশিন লার্নিংয়ের মাধ্যমে চিকিৎসা গবেষণাকে আরো উন্নত করার চেষ্টা করছি। এগুলো বাস্তবায়ন হলে রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা ও রোগীদের সেবা উন্নত হবে। আমি বিশ্বাস করি, প্রযুক্তির সঠিক ব্যবহার স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে আরো বেশি সহজলভ্য ও কার্যকর করবে।’