কোভিডের মোকাবিলা করতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিকে এখনই প্রস্তুতি নিতে হবে। শরৎ এবং শীতে কোভিড মহামারির নতুন ঢেউ নিয়ে সতর্ক করলেন ইইউ’র স্বাস্থ্য কমিশনার।
ইইউ’র স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকিডেস সতর্ক করে বলেছেন, আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। মহামারি এখনো শেষ হয়নি। তিনি সাইপ্রাসের রাষ্ট্রীয় রেডিওকে বলেছেন, ‘বেশ কয়েকটি দেশে উদ্বেগজনকহারে মহামারি বেড়ে গেছে। এটা দুর্ভাগ্যজনক।’
কিরিয়াকিডেস আরো বলেন, ‘গত দুই মাস ধরে আমরা শরৎ এবং শীতের জন্য প্রস্তুতি নিচ্ছি। কোভিডের পরবর্তী ঢেউ আমাদের অর্থনীতি বা সমাজে যাতে কোনো প্রভাব না ফেলে, সে বিষয়ে আমরা সম্পূর্ণ সচেতন। বিশেষ করে ইউক্রেনের যুদ্ধ এবং সে দেশে আগ্রাসনের ফলে অর্থনীতিতে প্রভাব পড়ছে, মুদ্রাস্ফীতিও রয়েছে। কিছুতেই এটিকে অতিরিক্ত বোঝা হতে দেয়া যাবে না।’
সম্প্রচার সংস্থাকে তিনি জানিয়েছেন, ৬০ বছরের বেশি বয়স এবং শারীরিকভাবে দুর্বল মানুষদের জন্য ইইউর সদস্য দেশগুলিকে বুস্টার শটের প্রক্রিয়া এখনই দ্রুততর করতে বলা হয়েছে।
তার কথায়, ‘এই মাসগুলিতে কোভিড মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। সম্ভাব্য নতুন ঢেউগুলির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। মৌসুমী ফ্লুর সঙ্গেও হয়তো তা আসতে পারে।’