English

15 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫
- Advertisement -

শীতের যন্ত্রণা জ্বর ঠোসা!

- Advertisements -

শীতে অনেকেরই ঠোঁটে বা নাকের পাশে জ্বর ঠোসা ওঠে। সাধারণত জ্বরের পরে এটি বেশি দেখা যায়।

এই জ্বর ঠোসা আমাদের যন্ত্রণা দেয়, দেখতেও খারাপ লাগে।

বিশেষজ্ঞরা বলেন, জ্বর ঠোসা ছোঁয়াচে। আর জ্বর ঠোসা পুরোপুরি সারতে প্রায় একমাস লেগে যায়।

বিরক্তিকর জ্বর ঠোসা দ্রুত সারাতে চাইলে ঘরোয়া কিছু উপায় জেনে নিন:

•    অ্যান্টি ভাইরাল উপাদান সমৃদ্ধ টি ট্রি অয়েল তুলায় নিয়ে ঘা-এর ওপরে লাগান। দিনে বেশ কয়েকবার দিলে ভাইরাস ইনফেকশন রোধ করে।

•    সুতির কাপড় অ্যাপেল সিডার ভিনিগার ভিজিয়ে কোল্ডসোর বা জ্বর ঠোসার ওপরে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন

•    রসুনের কোয়া বেটে সরাসরি ক্ষততে দিনে দুই থেকে তিনবার লাগান

•    ক্ষতস্থানে অ্যান্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ মধু  লাগিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট। দিনে দুবার ব্যবহার করুন

•    ঘরোয়া এসব পদ্ধতিতে দ্রুত জ্বর ঠোসার ঘা শুকিয়ে যাবে, দাগও দূর হবে। জ্বর ঠোসায় কোনোভাবেই নখ লাগানো যাবে না।

ঘা ছড়িয়ে পড়লে বা বেশি ব্যথা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন