* দাঁত ও মাড়ির রোগ
* কিছু শারীরিক রোগ
* কিছু বদ-অভ্যাসের কারণে ও শারীরিক কিছু অবস্থা এই অবস্থার জন্য দায়ী।
দাঁত ও মাড়ির যত রোগ
* দন্তক্ষয় রোগের জটিলতা।
* ক্রনিক পেরিও ডন্টাইটিস।
* অ্যাগ্রেসিভ পেরিও ডন্টাইটিস।
পেরিও ডন্টাইটিস।
শারীরিক রোগ
সাধারণত কিছু কিছু শারীরিক রোগ মাড়ির রোগের কারণ হয়ে থাকে। সেসবের জটিলতায় দাঁত পড়ে যায়।
* ডায়াবেটিস।
* হার্টের রোগ।
* হাড় ক্ষয় রোগ।
* ক্যান্সার।
* ক্রনিক কিডনি রোগ।
* স্থূলতা।
বদ-অভ্যাস ও শারীরিক কিছু অবস্থা
* ধূমপান
* অ্যালকোহল পান
* পান, জর্দ্দা, সাদাপাতা, গুল
* এনেমিয়া
* লিম্ফোমা
* ডায়ালিসিস
* ব্রনকাইটিস
* সাইনোসাইটিস
* হাঁপানি
* লিভার রোগ
* উচ্চ রক্তচাপ
* বিভিন্ন ধরনের মানসিক চাপের
ওষুধ মাড়ির রোগ বাড়ায়
দাঁতের যত্ন
* প্রতিদিন সকালে ও রাতে খাবার পর ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ করতে হবে।
* প্রতি রাতে একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে অথবা ডাক্তারের পরামর্শে ইন্টার ডেন্টাল ব্রাশ ব্যবহার করতে হবে।
* ডাক্তারের পরামর্শে অ্যালকোহলমুক্ত মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে।
* বাঁধাই করা দাঁত মুখে থাকলে আলাদা ক্লিনিং সামগ্রী দিয়ে ব্রাশ করতে হবে।
* রাতে ডেনচার পানিতে ভিজিয়ে রাখতে হবে, সকালে ব্রাশ করে মুখে পরতে হবে।
* ব্রাশ সাধারণত নরম হলে ভালো হয়। ইলেকট্রিক টুথ ব্রাশও ব্যবহার করা যেতে পারে।
* ডাক্তারের পরামর্শে নির্দিষ্ট সময় পর পর রিকল ভিজিট দিতে হবে। যেটা এক মাস থেকে এক বছর পর পর পর্যন্ত হতে পারে।
পরামর্শ দিয়েছেন
ডা. অনুপম পোদ্দার
অধ্যক্ষ, খুলনা ডেন্টাল কলেজ