English

26 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লাখ ৯৬ হাজার ৪৬০ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাজ্যে ৩৪ হাজার ৫৭৪ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ৯৬২ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাজ্যে ৩১ হাজার ৮৪৬ জন।

আজ সোমবার (১১ অক্টোবর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮৬ লাখ ৫২ হাজার ৮৩৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লাখ ৯৬ হাজার ৪৬০ জন। নতুন করে প্রাণ গেছে ৪ হাজার ৪০৯ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৮ লাখ ৬৭ হাজার ২৯৩ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ৯৬৩ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৭৯০ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ১৩০ জন বা আক্রান্তের ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ৮২ হাজার ৪৫০ জন বা আক্রান্তের ০.৫%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৫২ লাখ ৪ হাজার ৩৭৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৬৯৪ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৩৩ হাজার ৫৭৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৫১৭ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৯৬৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ১৮ জন, মৃত্যু ১৯৩ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ২৯৩ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৫০ হাজার ৮১৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৮৫ হাজার ৮৭৯ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৮২০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৩৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১ হাজার ৪৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৬৭ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৮৫৮ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৫৪ লাখ ৩০৬ জন। মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৭৩৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪ হাজার ৫৭৪ জন এবং মৃত্যু ৩৮ জনের। সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৫১ হাজার ৪৬৪ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৭৫ হাজার ৩৬৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৬৪৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১৬ হাজার ৪১৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯৬২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৫৮ হাজার ১১৯ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৭৪ লাখ ৪৪ হাজার ৫৫২ জন। মোট মৃত্যু ৬৬ হাজার ১৮০ জনের এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৯৩ হাজার ৪৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৩৭০ জন এবং মৃত্যু ১৯৬ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৭০ লাখ ৫৬ হাজার ৫১১ জন। মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৫২ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৩৯ হাজার ৮০৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৯৯১ জন এবং মৃত্যু ৮ জনের।

ইরানে মোট আক্রান্ত ৫৭ লাখ ২ হাজার ৮৯০ জন। মোট মৃত্যু ১ লাখ ২২ হাজার ৫৯২ জনের এবং সুস্থ হয়েছেন ৫২ লাখ ১৭ হাজার ৯৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ২৫৬ জন এবং মৃত্যু ২২২ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫২ লাখ ৬৫ হাজার ৮৫৯ জন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ৪৭৩ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৩২ হাজার ৪০১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩১ জন এবং মৃত্যু ১৫ জনের।

স্পেনে আক্রান্ত ৪৯ লাখ ৭১ হাজার ৩১০ জন। মোট মৃত্যু ৮৬ হাজার ৭০১ জনের আর সেরে উঠেছে ৪৭ লাখ ৯৭ হাজার ৫০৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮০৭ জন, মৃত্যু ২৩ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৯ লাখ ৭২ হাজার ২৩৬ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬২৩ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ১৪ হাজার ৯৫৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫১৮ জন। মৃত্যু ৩৮ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৩১৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২৭৮ জন। দেশটিতেপ এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৮৪ হাজার ২০৭ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ৪৩ লাখ ২৩ হাজার ৪৩১ জন। মোট মৃত্যু ৯৫ হাজার ১৬ জনের এবং সুস্থ হয়েছেন ৪০ লাখ ৮২ হাজার ১০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৯৩২ জন, মৃত্যু ২৮ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ২৭ হাজার ৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৬৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৪২ হাজার ৬১২ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৫২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ লাখ ৫৯ হাজার ২৬৭ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৭ লাখ ১৪ হাজার ৩৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ১৫৮ জন। মোট মৃত্যু ২ লাখ ৮১ হাজার ৬১০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৮৯ জনের। এবং সুস্থ হয়েছেন ৩০ লাখ ৭০ হাজার ৪৬৯ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ২০ হাজার ৮৭৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৮৬৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৬৭ হাজার ৪৩১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১২ জন এবং মৃত্যু ২৯ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৯ লাখ ১১ হাজার ৪৯৭ জন। মোট মারা গেছেন ৮৮ হাজার ২৯২ জন।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৯০ হাজার ৬৫৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮১৬ জন, মৃত্যু ৫৬ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৬ লাখ ৫৪ হাজার ৪৫০ জন। মোট মৃত্যু ৩৯ হাজার ৫০৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ১০ জন, মৃত্যু ২৭৩ জনের।সুস্থ হয়েছেন ২৫ লাখ ৮ হাজার ৩৮৭ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ২৫ লাখ ৪১ হাজার ২১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৩৪৪ জন। মোট মৃত্যু ৫৮ হাজার ৪৯৩ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৬২ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৯০ হাজার ৪২৭ জন।

মালেশিয়ায় মোট আক্রান্ত ২৩ লাখ ৩৯ হাজার ৫৯৪ জন। মোট মৃত্যু ২৭ হাজার ৩২৯ জন। আর সুস্থ হয়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৬৬৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৩৭৩ জন,মৃত্যু ৬৪ জনের।

এদিকে করোনা আক্রান্তের ২৯ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৮৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮১ জন, মৃত্যু ১৪ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন