English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৭ হাজার ৪৪৫ জন মানুষ বা আক্রান্তের ২%

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ইরানে ৩৯ হাজার ৬০৯ জন।সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায় ১ হাজার ৪৯৮ জনের।সর্বোচ্চ সুস্থ ইন্দোনেশিয়ায় ৪৮ হাজার ৫০৮ জন।

আজ সোমবার (৯ আগষ্ট) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৩০৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৭২ হাজার ৪১৮ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ২২ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৩ লাখ ৭ হাজার ৪৪৫ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ২৯৯ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৬১৯ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ১৫৮ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ৯৮ হাজার ৪০৩ জন বা আক্রান্তের ০.৬%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৩৯০ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৩৩ হাজার ১১৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১২৯ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৬২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৩৫ জন, মৃত্যু ৪৪৭ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৫৮৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ২৮ হাজার ৩৩৯ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৩১ হাজার ৯২২ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১ লাখ ৬৫ হাজার ৬৭২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮৯৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৬৩ হাজার ৪৭০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৮৮ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৮৯ লাখ ৭ হাজার ২৪৩ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৮৬৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৮৭ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৫৫ হাজার ৫০৭ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৬৩ লাখ ৫ হাজার ১৫৮ জন। মারা গেছেন ১ লাখ ১২ হাজার ২২০ জন এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৫৯ হাজার ৬৯১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৪৫০ জন এবং মৃত্যু ৩০ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৬৯ হাজার ৩৬২ জন। মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৩২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ৪২৯ জন এবং মৃত্যু ৩৯ জনের। সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৪২ হাজার ১৯৮ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৫৯ লাখ ১৮ হাজার ৫৪০ জন। মোট মৃত্যু ৫২ হাজার ১৯৬ জনের এবং সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৪ হাজার ৩৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৬৯৯ জন এবং মৃত্যু ১০৮ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫০ লাখ ১৮ হাজার ৮৯৫ জন। মারা গেছেন ১ লাখ ৭ হাজার ৪৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৬৯ হাজার ৭৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ১৪১ জন এবং মৃত্যু ১৫৭ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৮ লাখ ৩৮ হাজার ৯৮৪ জন। মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৪৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৪৯ হাজার ৪৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৩৫০ জন। মৃত্যু ১৮১ জনের।

স্পেনে আক্রান্ত ৪৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন। মোট মৃত্যু ৮২ হাজার ৬ জনের আর সেরে উঠেছে ৩৭ লাখ ৮৪ হাজার ৫৫৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৫৬১ জন, মৃত্যু ৭৫ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৯৬ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৭৩৫ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ২২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১১ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৫৫ হাজার ৯৩১ জন।

ইরানে মোট আক্রান্ত ৪১ লাখ ৫৮ হাজার ৭২৯ জন। মোট মৃত্যু ৯৪ হাজার ১৫ জনের এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৩৯ হাজার ৩৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ৬১৯ জন এবং মৃত্যু ৫৪২ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৭ লাখ ৯৭ হাজার ৮৩৬ জন। মোট মৃত্যু ৯২ হাজার ২৮১ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৬৫ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২৪৬ জন, মৃত্যু ৪ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৩৬ লাখ ৬৬ হাজার ৩১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৪১৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৭ হাজার ৯৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ৪৯৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০ লাখ ৮৪ হাজার ৭০২ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২৯ লাখ ৬৪ হাজার ২৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ১৮ জন। মোট মৃত্যু ২ লাখ ৪৪ হাজার ২৪৮ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫১৫ জনের। এবং সুস্থ হয়েছেন ২৩ লাখ ১২ হাজার ৩২৬ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮৪ হাজার ৯৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ২৮৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৪ হাজার ৪৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২২ জন এবং মৃত্যু ০ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৫ লাখ ৩৩ হাজার ৪৬৬ জন। মোট মারা গেছেন ৭৪ হাজার ৮১৩ জন। সুস্থ হয়েছেন ২২ লাখ ৯৭ হাজার ৯৭৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৯৭৮ জন, মৃত্যু ১৯০ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ৫৯ হাজার ১৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬১৯ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ৯৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৯০ হাজার ৯২১ জন।

পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ২৫ হাজার ৩৪৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৬ হাজার ৯৫০ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২১৭ জন,মৃত্যু ৭৭ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৮ লাখ ৮৫ হাজার ৮০৫ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৮৬৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২৯২ জন, মৃত্যু ২ জনের।সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯০ হাজার ৯৭০ জন।

এদিকে করোনা আক্রান্তের ২৬ নম্বরে উঠে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৫২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ২৯৯ জন, মৃত্যু ২৪১ জনের।
গতবছর ৯ আগষ্ট সকাল ১০টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৩ হাজার ৩৯৯ জনের।২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিল ২৪৮৭ জন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ওমরাহ করলেন চিত্রনায়ক আলমগীর

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন