English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৫২ হাজার ৪৬ জন মানুষ বা আক্রান্তের ২%

- Advertisements -

আজ মঙ্গলবার (৮ জুন ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৪৩ লাখ ৭৯ হাজার ৮৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার ৪০০ জন। নতুন করে প্রাণ গেছে ৭ হাজার ৪১৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৩৭ লাখ ৫২ হাজার ৪৬ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ৬৮৭ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৮৭ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ৮৩৭ জন বা আক্রান্তের ৯৯.৩% এবং গুরুতর অসুস্থ ৮৬ হাজার ৫১৮ জন বা আক্রান্তের ০.৭%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৪২ লাখ ২৭ হাজার ২৩৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৮৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ১২ হাজার ৭০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩১২ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৮১ লাখ ৭৭ হাজার ৬৫৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে । গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭ হাজার ৩৪৫ জন, মৃত্যু ২ হাজার ১১৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৯৪৯ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৩ লাখ ৫১ হাজার ৩৪৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৭৯৯ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ৮১২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৭৫০ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৭৪ হাজার ৬১৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ১১৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৫৪ লাখ ৮ হাজার ৪০১ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৫৭ লাখ ১৩ হাজার ৯১৭ জন। মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৬২ জন এবং সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৫ হাজার ২৬১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৬৪ জন এবং মৃত্যু ৬৪ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ৫২ লাখ ৯৩ হাজার ৬২৭ জন। মোট মৃত্যু ৪৮ হাজার ২৫৫ জনের এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৬৭ হাজার ৩৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৬৪৭ জন এবং মৃত্যু ৯৬ জনের।

রাশিয়া আক্রান্তে ষষ্ঠ অবস্থানে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৩৫ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৪২৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ১১৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৩০ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৪৩ হাজার ২০২ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ২২ হাজার ৪৭৬ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৮৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৬৮৩ জন এবং মৃত্যু ১ জনের। সুস্থ হয়েছেন ৪২ লাখ ৭৭ হাজার ৯৮ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৩৩ হাজার ৬৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২৭৩ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৫ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ১৮ হাজার ৬৫৭ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৩৯ লাখ ৭৭ হাজার ৬৩৪ জন। মারা গেছেন ৮১ হাজার ৯৪৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৬০ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ১৯৫ জন এবং মৃত্যু ৭৩২ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৭ লাখ ১০ হাজার ৩৪১ জন। মোট মৃত্যু ৮৯ হাজার ৯৬৫ জনের এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৪২ হাজার ৭০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৬২ জন, মৃত্যু ১১৪ জনের।

স্পেনে আক্রান্ত ৩৭ লাখ ৭ হাজার ৫২৩ জন। মোট মৃত্যু ৮০ হাজার ২৩৬ জনের আর সেরে উঠেছে ৩৪ লাখ ৯০ হাজার ৯৭৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ১২২ জন, মৃত্যু ১৪ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৩৫ লাখ ৯৩ হাজার ১৬ জন। মারা গেছেন ৯২ হাজার ৪৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৪০ হাজার ৫৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৯৪৯ জন। মৃত্যু ৫৩৫ জনের।

ইরানে মোট আক্রান্ত ২৯ লাখ ৭১ হাজার ২৭০ জন। মোট মৃত্যু ৮১ হাজার ১৮৩ জনের এবং সুস্থ হয়েছেন ২৫ লাখ ৬৫ হাজার ৯৭২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৯০৭ জন এবং মৃত্যু ১২০ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৭৫ হাজার ৩২৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪ হাজার ১৬০ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৪৫ হাজার ৮৭৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯৪ জন এবং মৃত্যু ৮ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২৪ লাখ ৩৩ হাজার ৬৮১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪০১ জন। মোট মৃত্যু ২ লাখ ২৮ হাজার ৮০৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫০ জনের। এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ৫৯৬ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ১৫ হাজার ৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৩৫ জন। মোট মৃত্যু ৫১ হাজার ২১৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৩ জনের এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ৯৪ হাজার ৯৭১ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৯ লাখ ৮৪ হাজার ৯৯৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৮৬ হাজার ৭৫৭ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪২৯ জন,মৃত্যু ২৪৬ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৮ লাখ ৬৩ হাজার ৩১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৯৯৩ জন। মোট মৃত্যু ৫১ হাজার ৮০৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৯১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ১১ হাজার ৫৬৫ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ১৬ লাখ ৯৯ হাজার ৮৪৯ জন। মোট মারা গেছেন ৫৭ হাজার ৬৩ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৫৪০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২৮৫ জন, মৃত্যু ৮৯ জনের।
নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৬ লাখ ৬৪ হাজার ৪২৭ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৬৮১ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩৭৭ জন, মৃত্যু ৩ জনের।সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৭৯১ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩২ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৬৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯৭০ জন, মৃত্যু ৩০ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন