English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৬ লাখ ১ হাজার ৫৫০ জন বা ৯৯.৬%

- Advertisements -

গত ২৪ ঘন্টায় ব্রাজিল, যুক্তরাষ্ট্র,ফ্রান্স, ইতালী,ভারত, তুরস্ক, চেসনিয়ায় মহামারী করোনায় আক্রান্ত ১০ হাজার থেকে ৭০ হাজার পর্যন্ত। আজ বুধবার (১০ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৬০২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৯ হাজার ৮০২ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ৯৫১ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৬ লাখ ২২ হাজার ১০১ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৩৮ লাখ ৪৬ হাজার ১৮৯ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৯৩৯ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৬ লাখ ১ হাজার ৫৫০ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮৯ হাজার ৭৬২ জন বা ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ কোটি ৯৮ লাখ ১ হাজার ৫০৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৬৮৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৪০ হাজার ৫৭৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৭০৪ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৫ লাখ ৪৯ হাজার ৬৭৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে।গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৮৪৬ জন। মৃত্যু হয়েছে, ১১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ৬১ হাজার ৪৭০ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৮ হাজার ৭৯ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৯ লাখ ১৭ হাজার ৬২৪ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১১ লাখ ২৫ হাজার ১৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৫৩৭ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৬৮ হাজার ৫৬৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৯৫৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৯৮ লাখ ৪৩ হাজার ২১৮ জন সুস্থ হয়েছেন।

রাশিয়া আক্রান্তে চতুর্থ অবস্থানে।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৪২ হাজার ৪৭৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৪৪৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৮৯ হাজার ৮০৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৩৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৩২ হাজার ১৭৭ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ২৮ হাজার ৯৯৮ জন। মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৭৬৬ জন এবং মৃত্যু ২৩১ জনের।সুস্থ হয়েছেন ৩৩ লাখ ১৫ হাজার ৯৩৪ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩৯ লাখ ৩২ হাজার ৮৬২ জন। মারা গেছেন ৮৯ হাজার ৩০১ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৫৩৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৩০২ জন।মৃত্যু ৩১৬ জনের।

স্পেনে আক্রান্ত ৩১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন।মোট মৃত্যু ৭১ হাজার ৭২৭ জন আর সেরে উঠেছে ২৮ লাখ ২৩ হাজার ৪৩৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ১৩ জন এবং মৃত্যু ২৯১ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ১ হাজার ৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৭৪৯ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৭৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭৬ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২৫ লাখ ২১ হাজার ৭৩১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৮ লাখ ৭ হাজার ৩৮৭ জন। মোট মৃত্যু ২৯ হাজার ১৬০ জনের এবং সুস্থ হয়েছেন ২৬ লাখ ৪০ হাজার ৬৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৭৫৫ জন এবং মৃত্যু ৬৬ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২৫ লাখ ২০ হাজার ৬০৯ জন। মোট মৃত্যু ৭২ হাজার ৯৮১ জনের এবং সুস্থ হয়েছেন ২৩ লাখ ১৯ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৮৪১ জন, মৃত্যু ২৮৩ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২২ লাখ ৮২ হাজার ৩৭২ জন। মারা গেছেন ৬০ হাজার ৬৭৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৮৩ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫১১ জন। মৃত্যু ৭৮ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ২১ লাখ ৬২ হাজার ১ জন। মারা গেছেন ৫৩ হাজার ২৫২ জন এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৫৯১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৩০৭ জন এবং মৃত্যু ১৩১ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২১ লাখ ৩০ হাজার ৪৭৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮৭৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৯০ হাজার ৯২৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩১৯ জনের। এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ১১ হাজার ৩৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৫৯৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ৩৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৯৫৪ জন এবং মৃত্যু ২৮২ জনের।

ইরানে মোট আক্রান্ত ১৭ লাখ ৬ হাজার ৫৫৯ জন। মোট মৃত্যু ৬০ হাজার ৮৬৭ জনের এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৬ হাজার ৭৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৫৫৪ জন এবং মৃত্যু ৮১ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৫ লাখ ২২ হাজার ৬৯৭ জন।মোট মারা গেছেন ৫০ হাজার ৯০৬ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৯১ জন,মৃত্যু ১০৩ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৪ হাজার ২৮২ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১৪ লাখ ১০ হাজার ৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২৬১ জন। মোট মৃত্যু ২৭ হাজার ২০৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৬ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৯৯ হাজার ২২৯ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৩ লাখ ৯২ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৩৮৯ জন। মোট মৃত্যু ৩৭ হাজার ৭৫৭ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ১০ হাজার ৮৭৭ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৩ লাখ ৮০ হাজার ২৩ জন। মোট মৃত্যু ৪৮ হাজার ১৬৩ জন।আর সুস্থ হয়েছেন ১২ লাখ ৮৮ হাজার ৬৭ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫৫৬ জন,মৃত্যু ১৯০ জনের।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১৩ লাখ ৩৫ হাজার ৮১৫ জন। মোট মৃত্যু ২২ হাজার ১৪৭ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৪৬৬ জন, মৃত্যু ১১০ জনের।সুস্থ হয়েছেন ১১ লাখ ৫০ হাজার ৬৩৪ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৫২ হাজার ৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৮৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯১২ জন , মৃত্যু ১৩ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন