English

18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার ৯৫৮ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৮৪ হাজার ১৫৪ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ৪৮০ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৫ হাজার ৬৩২ জন।

আজ বুধবার (১৩ অক্টোবর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৯৪ লাখ ৮১ হাজার ৬২৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৪৪ হাজার ৩৯৪ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৭৮৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৮ লাখ ৮১ হাজার ৫৯০ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ১৮১ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪৯৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার ৯৫৮ জন বা আক্রান্তের ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ৮০ হাজার ৮৯৬ জন বা আক্রান্তের ০.৫%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ৪৬৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ১৫৪ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৩৭ হাজার ৫৮৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৮০ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার ৯৬৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২১ জন, মৃত্যু ২২৯ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ৫০০ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৫১ হাজার ২২০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৩০১ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৯৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৫৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১ হাজার ৪৪২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৭৬ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৭ লাখ ২০ হাজার ৪৯৬ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৩১ লাখ ৪৩৭ জন। মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৯৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ৫২০ জন এবং মৃত্যু ১৮১ জনের। সুস্থ হয়েছেন ৬৭ লাখ ২৪ হাজার ৩৪১ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ৩২ হাজার ৯৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ১৯০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৩৪৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯৭৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৯৪ হাজার ২৮৫ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৭৫ লাখ ৮ হাজার ৯৭৫ জন। মোট মৃত্যু ৬৬ হাজার ৬০৫ জনের এবং সুস্থ হয়েছেন ৬৯ লাখ ৫৭ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৮৬০ জন এবং মৃত্যু ২৩৭ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৭০ লাখ ৬৩ হাজার ৫১১ জন। মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ১৫০ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৫৪ হাজার ৪১১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৮৮০ জন এবং মৃত্যু ৬৮ জনের।

ইরানে মোট আক্রান্ত ৫৭ লাখ ২৯ হাজার ৭৮৫ জন। মোট মৃত্যু ১ লাখ ২৩ হাজার ৮১ জনের এবং সুস্থ হয়েছেন ৫২ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৩৯১ জন এবং মৃত্যু ২১৩ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫২ লাখ ৬৭ হাজার ৩৩৯ জন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ৫৪৭ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৩৪ হাজার ৬০৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬৪ জন এবং মৃত্যু ৫৬ জনের।

স্পেনে আক্রান্ত ৪৯ লাখ ৭৭ হাজার ৪৪৮ জন। মোট মৃত্যু ৮৬ হাজার ৮২৭ জনের আর সেরে উঠেছে ৪৮ লাখ ১৬ হাজার ১৯৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২৭৭ জন, মৃত্যু ১৭ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৯ লাখ ৭৪ হাজার ৪০০ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬৯২ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ১৭ হাজার ৯৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৭৫ জন। মৃত্যু ৩৭ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৪ লাখ ৩১৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৯৪ জন। দেশটিতেপ এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৯ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৯০ হাজার ৩৮৮ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ৪৩ লাখ ৪২ হাজার ১৭৮ জন। মোট মৃত্যু ৯৫ হাজার ১৮৩ জনের এবং সুস্থ হয়েছেন ৪১ লাখ ৬ হাজার ৩০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৯২৪ জন, মৃত্যু ৯৬ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ২৯ হাজার ৮১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২৬১ জন। মোট মৃত্যু ১ লাখ ৪২ হাজার ৭৬৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৪৭ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ লাখ ৬৫ হাজার ৪২৫ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৭ লাখ ২৫ হাজার ২৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭ জন। মোট মৃত্যু ২ লাখ ৮২ হাজার ২২৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৪১ জনের। এবং সুস্থ হয়েছেন ৩০ লাখ ৮৮ হাজার ৫৫ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ২৫ হাজার ৪২৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৯১৮ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৭০ হাজার ১৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১১৮ জন এবং মৃত্যু ৪৯ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৯ লাখ ১২ হাজার ৯৩৮ জন। মোট মারা গেছেন ৮৮ হাজার ৪২৯ জন।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৯৭ হাজার ৪৪৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯২ জন, মৃত্যু ৮৩ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৬ লাখ ৮৩ হাজার ৩৭২ জন। মোট মৃত্যু ৩৯ হাজার ৮৯৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৬১৫ জন, মৃত্যু ২৩৬ জনের।সুস্থ হয়েছেন ২৫ লাখ ৬১ হাজার ২৪৮ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ২৫ লাখ ৬২ হাজার ৮৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৮৩২ জন। মোট মৃত্যু ৫৮ হাজার ৭০০ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২০৭ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৯২ হাজার ৪৮০ জন।

মালেশিয়ায় মোট আক্রান্ত ২৩ লাখ ৪৬ হাজার ৩০৩ জন। মোট মৃত্যু ২৭ হাজার ৪২২ জন। আর সুস্থ হয়েছেন ২২ লাখ ৬ হাজার ৫০২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৭০৯ জন,মৃত্যু ৯৩ জনের।

এদিকে করোনা আক্রান্তের ২৯ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭১৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪৩ জন, মৃত্যু ১৪ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন