English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ৮৬১ জন

- Advertisements -

বিশ্বে আবারো আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৯৯ হাজার ৪৭০ জন।সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায় ১ হাজার ৭৫৯ জনের।সর্বোচ্চ সুস্থও ইন্দোনেশিয়ায় ৪৪ হাজার ৪৫০ জন।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ শনিবার (৩১ জুলাই ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৩৩৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ৪৯ হাজার ৪১৪ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ৪৬৯ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪২ লাখ ২৪ হাজার ৩৪৬ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ৪৬৭ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৭২৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ৮৬১ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ৮৭ হাজার ৬৬২ জন বা আক্রান্তের ০.৬%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৫০৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৪৭০ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ২৯ হাজার ৬৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪১৯ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৪৯৯ জন, মৃত্যু ৫৯৮ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৭৯৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ২৩ হাজার ৮৪২ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭ লাখ ৭৩ হাজার ৫৫৫ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ২৭৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ৯০৪ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৫৫ হাজার ৫১২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮৮৬ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৩৮০ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ৪২ হাজার ৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৫৬৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৭৭১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৯৪ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৮৮ হাজার ৮৪৮ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৬১ লাখ ৩ হাজার ৫৪৮ জন। মারা গেছেন ১ লাখ ১১ হাজার ৮২৪ জন এবং সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৯৬ হাজার ৬১৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৩০৯ জন এবং মৃত্যু ৬০ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৩০ হাজার ৭৭৪ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৬২২ জন এবং মৃত্যু ৬৮ জনের। সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৯৮ হাজার ৮৯ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৫৭ লাখ ৪ হাজার ৭১৩ জন। মোট মৃত্যু ৫১ হাজার ২৫৩ জনের এবং সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৪৯ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৮৩ জন এবং মৃত্যু ৬৯ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৪৯ লাখ ১৯ হাজার ৪০৮ জন। মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৫৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৫৭ হাজার ৩৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু ৪৭৩ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৭ লাখ ৭৬ হাজার ২৯১ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৪৩২ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৬৭ হাজার ৭০১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৪৬২ জন। মৃত্যু ৩০৬ জনের।

স্পেনে আক্রান্ত ৪৪ লাখ ৪৭ হাজার ৪৪ জন। মোট মৃত্যু ৮১ হাজার ৪৮৬ জনের আর সেরে উঠেছে ৩৭ লাখ ১১ হাজার ২০০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৭৫৩ জন, মৃত্যু ৪৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৪৩ হাজার ৫১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৬১৯ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৮ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৩২ হাজার ৫১০ জন।

ইরানে মোট আক্রান্ত ৩৮ লাখ ৫১ হাজার ১৬২ জন। মোট মৃত্যু ৯০ হাজার ৩৪৪ জনের এবং সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৪৮ হাজার ৩৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৭১৫ জন এবং মৃত্যু ২৭০ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৭ লাখ ৭৪ হাজার ৯০৫ জন। মোট মৃত্যু ৯২ হাজার ১৬১ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৫৯৮ জন, মৃত্যু ৩০ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৩৩ লাখ ৭২ হাজার ৩৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ হাজার ১৬৮ জন। মোট মৃত্যু ৯২ হাজার ৩১১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ৭৫৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ লাখ ৩০ হাজার ৭২০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮২ হাজার ৭৮৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ২৫৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৩ হাজার ৬০৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫৩ জন এবং মৃত্যু ২ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২৮ লাখ ১০ হাজার ৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ২২৩ জন। মোট মৃত্যু ২ লাখ ৩৯ হাজার ৯৯৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৮১ জনের। এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৯২ হাজার ৪৭৭ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৪ লাখ ৩৫ হাজার ৩৬ জন। মোট মারা গেছেন ৭১ হাজার ৬৭৯ জন। সুস্থ হয়েছেন ২২ লাখ ৭ হাজার ৯৬০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৮৮৫ জন, মৃত্যু ২৪৮ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ৫১ হাজার ৮৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬২ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৯৩০ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৪ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৮৬ হাজার ৩৫৩ জন।

পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ৯ হাজার ২৯৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৬ হাজার ২৯১ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৯৯ জন,মৃত্যু ৭৭ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৮ লাখ ৬২ হাজার ৫৮৬ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৮২১ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৮৭ জন, মৃত্যু ৬ জনের।সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৭ হাজার ১৮৫ জন।

এদিকে করোনা আক্রান্তের ২৬ নম্বরে উঠে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৬৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৮৬২ জন, মৃত্যু ২১২ জনের।
গতবছর ৩১ জুলাই পর্যন্ত দেশে ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৩ হাজার ১১১ জনের।২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিল ২৭৭২ জন, মৃত্যু হয়েছিল ২৮ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন