English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে গুরুতর অসুস্থ ৯৫ হাজার ৬৭৪ জন বা আক্রান্তের ০.১%

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৬৫ হাজার ১৫৪ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৯৩ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৭০ হাজার ৭২২ জন।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ কোটি ৫২ লাখ ২৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ লাখ ২ হাজার ৩৬৬ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ১৬৬ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৬ লাখ ২২ হাজার ৯৫৪ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৮ কোটি ২১ লাখ ১৬ হাজার ২০২ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২ লাখ ৬৪ হাজার ১৭৯ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৬ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৪৪৩ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৯৫ হাজার ৬৭৪ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৭ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ১৫৪ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ৯১ হাজার ৫৯৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৩ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৯৫৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৮৭৪ জন, মৃত্যু ৫৬৬ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ২০২ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৯০ হাজার ৪৬২ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮৯৮ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৯৪৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৫০৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ২৩ হাজার ৪১২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৬৭ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৯২২ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ কোটি ৬৮ লাখ ৯১৩ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ২২ জন এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ৮৭৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৪৮১ জন এবং মৃত্যু ৩৯৩ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ৬৮৫ জন। মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৮ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু ৫৬ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৯৬৮ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৩০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৫ হাজার ১০৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২৬ হাজার ৭৬৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৫৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৫ হাজার ৩৩৬ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ১০ লাখ ১৪ হাজার ১৫২ জন। মোট মৃত্যু ৮৬ হাজার ১২৫ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৩ লাখ ১৬ হাজার ৪৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৭ হাজার ২৩ জন এবং মৃত্যু ১৫৬ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ হাজার ৩৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৭ হাজার ৬৯৬ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৫২ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৭১ লাখ ৪৭ হাজার ৬১২ জন।

স্পেনে আক্রান্ত ৯২ লাখ ৮০ হাজার ৮৯০ জন। মোট মৃত্যু ৯১ হাজার ৯৯৪ জনের আর সেরে উঠেছে ৫৬ লাখ ২৬ হাজার ১৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১ হাজার ৮১০ জন, মৃত্যু ৮৫ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৮৮ লাখ ৮ হাজার ১০৭ জন। মোট মৃত্যু ১ লাখ ১৭ হাজার ৫১৫ জনের এবং সুস্থ হয়েছেন ৭২ লাখ ৭৩ হাজার ১০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০ হাজার ৯৬২ জন, মৃত্যু ১৬১ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৭৯ লাখ ৪০ হাজার ৬৫৭ জন। মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৪৪৪ জন এবং সুস্থ হয়েছেন ৬৯ লাখ ৮৭ হাজার ৯৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৮ হাজার ১২১ জন এবং মৃত্যু ২৭৬ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬২ লাখ ৫০ হাজার ৪৯০ জন। মোট মৃত্যু ১ লাখ ৩২ হাজার ২৩০ জনের এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৮০ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ১৪৪ জন এবং মৃত্যু ২৮ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫৭ লাখ ৪০ হাজার ১৭৯ জন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ২৪০ জন এবং সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৪১ হাজার ২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৮৭ জন। মৃত্যু ২১৭ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৪৬ লাখ ৪৬ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১ হাজার ৩৬৮ জন। মোট মৃত্যু ৩ লাখ ৩ হাজার ৮৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৬৪ জনের। এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৬২ হাজার ৪৫৮ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৪৭ হাজার ৩১৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৩ হাজার ৮৪৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৬১ হাজার ৯০৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ১০০ জন এবং মৃত্যু ২ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৮৬ হাজার ৩৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৯২৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ২২০ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ২৩ হাজার ২৬৭ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৩৯ লাখ ৫৪ হাজার ২৯৯ জন। মোট মৃত্যু ২১ হাজার ২১৯ জন। আর সুস্থ হয়েছেন ৩০ লাখ ৩১ হাজার ৯১৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৪ হাজার ৬৩০ জন,মৃত্যু ৮ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৮ লাখ ৫৭ হাজার ৪৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৪৪৪ জন। মোট মৃত্যু ৯৯ হাজার ২১৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮৬ জনের এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৮২ হাজার ৯০৮ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৫ লাখ ৮১ হাজার ৩৫৯ জন। মোট মারা গেছেন ৯৪ হাজার ১১৭ জন।সুস্থ হয়েছেন ৩৪ লাখ ১১ হাজার ৫৫৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯৩১ জন, মৃত্যু ৫৪ জনের।

ফিলিপাইনে মোট আক্রান্ত ৩৪ লাখ ৪২ হাজার ৫৬ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ৫১৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৯৩৮ জন, মৃত্যু ৪৭ জনের।সুস্থ হয়েছেন ৩১ লাখ ২৫ হাজার ৫৪০ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৮ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৩৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৮২৮ জন, মৃত্যু ১৫ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন