English

18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গুরুতর অসুস্থ ৯৫ হাজার ৬৮৭ জন বা আক্রান্তের ০.২%

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৭২ হাজার ৮৭২ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ২ হাজার ১৭৩ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩৬ হাজার ৪৭৮ জন।

আজ বুধবার (১২ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার ৪৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ লাখ ৮৬ হাজার ৩৫৫ জন। নতুন করে প্রাণ গেছে ৭ হাজার ৯৯৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৫ লাখ ২০ হাজার ৪৬৬ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৬ কোটি ১৩ লাখ ২০ হাজার ৪৫৫ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৪২০ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৪ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৪২৫ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৯৫ হাজার ৬৮৭ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৬ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৮৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৮৭২ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ৬৩ হাজার ৮৯৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ১৭৩ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ২৬ লাখ ৪১ হাজার ৮৫২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন, মৃত্যু ৪৪২ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৫৩৬ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৩০ হাজার ১৪২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭১ হাজার ৪৪৭ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ২০ হাজার ২৮১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৩৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৮৩৬ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৫৯৪ জন। মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৬০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২০ হাজার ৮২১ জন এবং মৃত্যু ৩৭৯ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৮৭৪ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ২৬৩ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৭২ হাজার ৩১০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ লাখ ৬৮ হাজার ১৪৯ জন এবং মৃত্যু ৩৪১ জনের।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬ লাখ ৮৪ হাজার ২০৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৫২৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৬৮৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৮৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৩২ হাজার ১৮ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ১ লাখ ১৭ হাজার ৯৫৪ জন। মোট মৃত্যু ৮৩ হাজার ৯৮০ জনের এবং সুস্থ হয়েছেন ৯৩ লাখ ৯৪ হাজার ৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৪ হাজার ২৬৬ জন এবং মৃত্যু ১৩৭ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ৭৪ হাজার ৮৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখ ২০ হাজার ৫৩২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৯৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৯৩৮ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ৭৬ লাখ ৩১ হাজার ৪৫৩ জন। মোট মৃত্যু ১ লাখ ১৫ হাজার ২৭৪ জনের এবং সুস্থ হয়েছেন ৬৭ লাখ ৯২ হাজার ৩০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬১ হাজার ২০৫ জন, মৃত্যু ৩৮৭ জনের।

স্পেনে আক্রান্ত ৭৫ লাখ ৯২ হাজার ২৪২ জন। মোট মৃত্যু ৯০ হাজার ৩৮৩ জনের আর সেরে উঠেছে ৫২ লাখ ৫৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৩৪ হাজার ৯৪২ জন, মৃত্যু ২৪৭ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৬৫ লাখ ৩৩ হাজার ৬৩৫ জন। মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৫৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৫৪ হাজার ৭৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৩৪ হাজার ৪৩৯ জন এবং মৃত্যু ৫২ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬২ লাখ ৮ হাজার ৩৩৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৩১ হাজার ৯১৫ জনের এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৫৩ হাজার ২৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯৩২ জন এবং মৃত্যু ৩৭ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫৩ লাখ ৫৭ হাজার ৭৬৭ জন। মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৩৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৫০ লাখ ৫৯ হাজার ৩২৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ১০৫ জন। মৃত্যু ৫৭ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৬৬ হাজার ৬৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৫৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ১৩৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৭ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ১৬ হাজার ২০২ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ২০ হাজার ৯৮৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৭৬১ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৩৪ হাজার ৩৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৭৮৫ জন এবং মৃত্যু ১৯ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৪১ লাখ ২৫ হাজার ৩৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৫৯৯ জন। মোট মৃত্যু ৩ লাখ ৩৩৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩১ জনের। এবং সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৪৩ হাজার ৭১১ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৭ লাখ ৪ হাজার ৪৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯৬৯ জন। মোট মৃত্যু ৯৭ হাজার ৩২৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮৬ জনের এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ১৪ হাজার ৭৮৬ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৫ লাখ ২৮ হাজার ৪৬৩ জন। মোট মারা গেছেন ৯২ হাজার ৫৩০ জন।সুস্থ হয়েছেন ৩২ লাখ ৯১ হাজার ৫৭৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪০৯ জন, মৃত্যু ৭৭ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৩৪ লাখ ৭৬ জন। মোট মৃত্যু ২১ হাজার ১০৬ জন। আর সুস্থ হয়েছেন ২৮ লাখ ৫৯ হাজার ৩৩৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৩৯ জন,মৃত্যু ১৮ জনের।

ফিলিপাইনে মোট আক্রান্ত ৩০ লাখ ২৬ হাজার ৩৮৮ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৫১০ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ৯২২ জন, মৃত্যু ২১৮ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৯২ হাজার ৭৫৩ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৩ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৯৮ হাজার ৩৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৫৮ জন, মৃত্যু ২ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন