English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৯৮৪ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৭০ হাজার ৮২৩ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ১ হাজার ২১১ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৯১ হাজার ৭৪ জন।
আজ মঙ্গলবার(১৬ নভেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার ৬২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ৪৮ হাজার ২১৮ জন। নতুন করে প্রাণ গেছে ৬ হাজার ৬০৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫১ লাখ ২১ হাজার ৯৫৯ জন মানুষ বা আক্রান্তের ২%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩ কোটি ১ লাখ ৬৫ হাজার ৫৫৫ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৯৮৪ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৯২ লাখ ২২ হাজার ৪৯৮ জন বা আক্রান্তের ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৭৭ হাজার ৬০৮ জন বা আক্রান্তের ০.৪%।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৮৯৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৮২৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৮৪ হাজার ৭৭৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪৬৭ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৫০৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৬৫ জন, মৃত্যু ১৯৭ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৪০১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৬৩ হাজার ৮৫২ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ৭৮৫ জন।
ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ৭৬৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৯৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১১ হাজার ৩৮৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৬৬ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১১ লাখ ৬২ হাজার ৪৬ জন সুস্থ হয়েছেন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৬ লাখ ৩৬৯ জন। মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ৭০৫ জন এবং মৃত্যু ৪৭ জনের। সুস্থ হয়েছেন ৭৮ লাখ ৬৩ হাজার ৮৭৮ জন।
আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ লাখ ৯ হাজার ৯৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ৪২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৫৬ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ২১১ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৭৮ লাখ ১২ হাজার ৫৫৭ জন।
তুরস্কে মোট আক্রান্ত ৮৪ লাখ ৩২ হাজার ১৮ জন। মোট মৃত্যু ৭৩ হাজার ৭৪৬ জনের এবং সুস্থ হয়েছেন ৭৯ লাখ ১৪ হাজার ২১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৮৫২ জন এবং মৃত্যু ২১৫ জনের।
ফ্রান্সে মোট আক্রান্ত ৭২ লাখ ৯০ হাজার ৮৮৬ জন। মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ২২৪ জন এবং সুস্থ হয়েছেন ৭০ লাখ ১৫ হাজার ৬১২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২৪১ জন এবং মৃত্যু ৭০ জনের।
ইরানে মোট আক্রান্ত ৬০ লাখ ৪৫ হাজার ২১২ জন। মোট মৃত্যু ১ লাখ ২৮ হাজার ২৭২ জনের এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৮ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৪৯৪ জন এবং মৃত্যু ১০৫ জনের।
আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫৩ লাখ ৭ হাজার ১৫৯ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ২৫০ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৭৩ হাজার ৪৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪১৭ জন এবং মৃত্যু ১৮ জনের।
জার্মানিতে মোট আক্রান্ত ৫০ লাখ ৬৮ হাজার ৯১৯ জন। মোট মৃত্যু ৯৮ হাজার ৩৬১ জনের এবং সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৯৪ হাজার ৩০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ হাজার ৪৮৩ জন, মৃত্যু ১৬৭ জনের।
স্পেনে আক্রান্ত ৫০ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। মোট মৃত্যু ৮৭ হাজার ৭১৬ জনের আর সেরে উঠেছে ৪৮ লাখ ৯৪ হাজার ৪২২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২৬৬ জন, মৃত্যু ১৫ জনের।
কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫০ লাখ ৩৪ হাজার ২৬৬ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৮৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৭৪ হাজার ৮০৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩২১ জন। মৃত্যু ২৪ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ৬৫ হাজার ২৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ১৪৪ জন। দেশটিতেপ এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৮১৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৬ লাখ ১১ হাজার ৫৬৬ জন।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৫১ হাজার ৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২১ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৬৭০ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ লাখ ৯৮ হাজার ৮৮৪ জন।
মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৪৫ হাজার ৭৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৪২ জন। মোট মৃত্যু ২ লাখ ৯১ হাজার ১৪৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫৮ জনের। এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ৬ হাজার ৮৯০ জন।
ইউক্রেনে মোট আক্রান্ত ৩২ লাখ ২৮ হাজার ৪৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৮০২ জন। মোট মৃত্যু ৭৭ হাজার ১৪৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৪২ জনের এবং সুস্থ হয়েছেন ২৬ লাখ ৪২ হাজার ৪৫৯ জন।
পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ১৪ হাজার ২৩ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৮৭৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৮ লাখ ১৭ হাজার ২০৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৫১২ জন এবং মৃত্যু ১২ জনের।
দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৯ লাখ ২৬ হাজার ৭৫ জন। মোট মারা গেছেন ৮৯ হাজার ৪৮৯ জন।সুস্থ হয়েছেন ২৮ লাখ ১৯ হাজার ৮৭০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩৬ জন, মৃত্যু ৫ জনের।
ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৮ লাখ ১৮ হাজার ৫১১ জন। মোট মৃত্যু ৪৫ হাজার ৭০৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৪৭ জন, মৃত্যু ১২৮ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৪৫ হাজার ৭৭৭ জন।
মালয়েশিয়ায় মোট আক্রান্ত ২৫ লাখ ৫১ হাজার ৪৫২ জন। মোট মৃত্যু ২৯ হাজার ৭২৯ জন। আর সুস্থ হয়েছেন ২৪ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ১৪৩ জন,মৃত্যু ৫৩ জনের।
এদিকে করোনা আক্রান্তের ৩০ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯২৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩৪ জন, মৃত্যু ৪ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন