English

14.8 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়, সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায়

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায় ৩ লাখ ৩৪ হাজার ৭০৮ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ৪৩৪ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫৮ হাজার ৮৩ জন।

আজ সোমবার (২১ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ১০ লাখ ৬২ হাজার ৮১২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ লাখ ১৬ হাজার ৮২৭ জন। নতুন করে প্রাণ গেছে ২ হাজার ৯১৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬১ লাখ ১ হাজার ৪৮ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪০ কোটি ১৫ লাখ ২২ হাজার ৫৭৬ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৭ হাজার ৩৯০ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ১০৫ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৬১ হাজার ৬৬৫ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ১৪ লাখ ১০ হাজার ১০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৬৬ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৯৭ হাজার ৯৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৮৮ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৬ কোটি ৩০ লাখ ৬ হাজার ৭৬২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪৯ জন, মৃত্যু ৬ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৯ হাজার ৩৯০ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ১৬ হাজার ৫১৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৬৭ হাজার ৭৭৪ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ৪৮৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ২১৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৫৭ হাজার ২৬১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১০৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৩৫৩ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৪১ লাখ ৩৭ হাজার ১০৭ জন। মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৯৩৩ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৯১২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮১ হাজার ২৮৩ জন এবং মৃত্যু ৩০ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৩ হাজার ৭৬২ জন। মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ৫১১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০ হাজার ৩৪৯ জন এবং মৃত্যু ১২৫ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৮৫ লাখ ৪১ হাজার ৪৪৭ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ৮৬ লাখ ৮৩ হাজার ২৮৭ জন। মোট মৃত্যু ১ লাখ ২৭ হাজার ৪৩২ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৮০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০ হাজার ৫২৫ জন, মৃত্যু ২৪ জনের।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৮২ হাজার ৬৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১ হাজার ৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৪ হাজার ৪৯২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৩৪ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৬২ লাখ ৯ হাজার ৯৪২ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৯১৭ জন। মোট মৃত্যু ৯৭ হাজার ২৬৭ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৮১ জন এবং মৃত্যু ৮৫ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৬১ হাজার ৭৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬০ হাজার ৪১৫ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৭৮৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৩১ হাজার ১৩৪ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১৩ লাখ ২৪ হাজার ৬৩৭ জন। মোট মৃত্যু ১ লাখ ১ হাজার ৭০৩ জনের আর সেরে উঠেছে ১ কোটি ৫ লাখ ৭১ হাজার ২০৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৫৩৩ জন, মৃত্যু ৯৫ জনের।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ৯৩ লাখ ৭৩ হাজার ৬৪৬ জন। মোট মারা গেছেন ১২ হাজার ৪২৮ জন।সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ লাখ ৩৪ হাজার ৭০৮ জন, মৃত্যু ৩২৭ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯০ লাখ ৭ হাজার ৭৫৩ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৪৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ১২ হাজার ৫০৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২২৭ জন এবং মৃত্যু ১১ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ৭৯ লাখ ৫৮ হাজার ৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ১৫১ জন। মোট মৃত্যু ৪১ হাজার ৮৮০ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৩ জনের এবং সুস্থ হয়েছেন ৪১ লাখ ৩ হাজার ২৮ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৭৫ লাখ ১১ হাজার ৩৯৭ জন। মোট মৃত্যু ২১ হাজার ৭৯৩ জন। আর সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৯০ হাজার ৭৩৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪ হাজার ৮২৩ জন,মৃত্যু ৮ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭১ লাখ ৪১ হাজার ৩৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৯ হাজার ৬১০ জনের এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ২২ হাজার ৫২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮১৬ জন এবং মৃত্যু ৬০ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৮১ হাজার ১৩১ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৫২ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ১৩ হাজার ৩০৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪২ জন। মৃত্যু ১৮ জনের।

জাপানে মোট আক্রান্ত ৬০ লাখ ৬১ হাজার ৯৩৯ জন। মোট মৃত্যু ২৭ হাজার ৪৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৫ হাজার ৭৩৩ জন, মৃত্যু ১২৬ জনের।সুস্থ হয়েছেন ৫৫ লাখ ১৬ হাজার ৫৯০ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৫৯ লাখ ৬২ হাজার ৪৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৯২২ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৩ হাজার ৭৩৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৮৯ হাজার ৫৭ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৯১ হাজার ১৪০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ২১৮ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫২ লাখ ৩১ হাজার ৮৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৬৯৬ জন এবং মৃত্যু ১২ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৬ লাখ ৩৩ হাজার ৯২৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ১১৪ জন। মোট মৃত্যু ৩ লাখ ২২ হাজার ৭২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৪১ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ২৭ হাজার ২৯ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮২ জন, মৃত্যু ৩ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন