English

28 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ৮০ হাজার ১২৭ জন,প্রাণ গেছে ১৭ হাজার ৭৮ জনের

- Advertisements -

আজ শুক্রবার (২২ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৮৭৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ৮০ হাজার ১২৭ জন। নতুন করে প্রাণ গেছে ১৭ হাজার ৭৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২১ লাখ ৪০৪ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার ১৫৩ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ লাখ ১৬ হাজার ৩০১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৫৪ লাখ ১০ হাজার ৯৭৫ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ১১ হাজার ৩৪৫ জন বা ০.৪%।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৮৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৫৮ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ২০ হাজার ২৮৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৬৩ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৫১ লাখ ৯৯১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৪৮১ জন। মৃত্যু হয়েছে, ১৬১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ২০০ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৩ হাজার ৬৭ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৮৯ জন।

আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৯৯ হাজার ৮১৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৯৪৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ১৪ হাজার ২২৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৩৩৫ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭৫ লাখ ৮০ হাজার ৭৪১ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৮৮৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬৭ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬১২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩০ লাখ ৫৪ হাজার ২১৮ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৪৩ হাজার ৬৪৬ জন। মারা গেছেন ৯৪ হাজার ৫৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭ হাজার ৮৯২ জন এবং মৃত্যু ১ হাজার ২৯০ জনের।সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৭০৭ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২৯ লাখ ৮৭ হাজার ৯৬৫ জন। মারা গেছেন ৭১ হাজার ৯৯৮ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ১৪ হাজার ৫৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৮৪৮ জন।মৃত্যু ৩৪৬ জনের।

স্পেনে আক্রান্ত ২৫ লাখ ৬০ হাজার ৫৮৭ জন।মোট মৃত্যু ৫৫ হাজার ৪১ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪ হাজার ৩৫৭ জন, মৃত্যু ৪০৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ২৮ হাজার ২২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৭৮ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৪ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫২১ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৮ লাখ ২৭ হাজার ৪৫১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৪ লাখ ১২ হাজার ৫০৫ জন। মোট মৃত্যু ২৪ হাজার ৬৪০ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৯০ হাজার ৩২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২৮৯ জন এবং মৃত্যু ১৫৩ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২১ লাখ ৮ হাজার ৮৯৫ জন। মোট মৃত্যু ৫১ হাজার ১৫১ জনের এবং সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬২ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৭০০ জন, মৃত্যু ৮৫৫ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ১৯ লাখ ৭২ হাজার ৩৪৫ জন। মারা গেছেন ৫০ হাজার ১৮৭ জন এবং সুস্থ হয়েছেন ১৮ লাখ ১ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৩৬৬ জন। মৃত্যু ৩৯৫ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৮ লাখ ৪৩ হাজার ৭৭ জন। মারা গেছেন ৪৬ হাজার ৩৫৫ জন এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ২৫ হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৩৯৬ জন এবং মৃত্যু ১৩৯ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৬ লাখ ৮৮ হাজার ৯৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৫৪৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৫৩৯ জনের। এবং সুস্থ হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৭৮০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৫৭ হাজার ৭৫৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৫৬১ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২ লাখ ১৫ হাজার ৭৩২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ১৫২ জন এবং মৃত্যু ৪১৯ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৩ লাখ ৮০ হাজার ৮০৭ জন।মোট মারা গেছেন ৩৯ হাজার ৫০১ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৩৮১ জন,মৃত্যু ৬৪৭ জনের। সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৩ হাজার ৪৪৩ জন।

ইরানে মোট আক্রান্ত ১৩ লাখ ৫৪ হাজার ৫২০ জন। মোট মৃত্যু ৫৭ হাজার ১৫০ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৪ হাজার ৫৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২০৪ জন এবং মৃত্যু ৯৩ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ১১ লাখ ৭৭ হাজার ৬২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫৮৩ জন। মোট মৃত্যু ২১ হাজার ৪৯৯ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৪১ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৭৩০ জন।

পেরুতে মোট আক্রান্ত ১০ লাখ ৮২ হাজার ৯০৭ জন। মোট মৃত্যু ৩৯ হাজার ২৭৪ জন।আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৭ হাজার ২৮৫ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ২৩২ জন। মৃত্যু ১১৭ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৯ লাখ ৫১ হাজার ৬৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৭০৩ জন। মোট মৃত্যু ২৭ হাজার ২০৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৩৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৭৯০ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৯ লাখ ৩২ হাজার ৮৮৪ জন। মোট মৃত্যু ১৩ হাজার ৩৩৭ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৭৭৪ জন, মৃত্যু ৮৯ জনের।

এদিকে ৩০ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৬৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৮৪ জন , মৃত্যু ১৬ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন