English

21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ১ হাজার ৩৮৯ জন,প্রাণ গেছে ১০ হাজার ১১৩ জনের

- Advertisements -

মহামারী করোনার নতুন ঢেউইয়ে ব্রাজিল,যুক্তরাষ্ট্র,ফ্রান্স,ইতালী সহ আরো কিছু দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী দেশ ভারতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।গত কয়েকদিন ধরে দেশেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

আজ বুধবার (১৭ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ কোটি ১২ লাখ ৭৩ হাজার ৪৭২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ১ হাজার ৩৮৯ জন। নতুন করে প্রাণ গেছে ১০ হাজার ১১৩ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৬ লাখ ৮২ হাজার ২১২ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৭৮ লাখ ৫ হাজার ৫৯৯ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৩৭০ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৬ লাখ ৯৭ হাজার ১২ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮৮ হাজার ৬৪৯ জন বা ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৫০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ২৩১ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৪৯ হাজার ৩৬৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৮ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৪৬৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

ব্রাজিল আক্রান্তে ২য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৯ হাজার ৬০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ১২৪ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৪০০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২ হাজার ৭৯৮ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ২ লাখ ৪ হাজার ৫৪১ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তের সংখ্যায় ৩য় অবস্থানে প্রতিবেশী দেশ ভারত।গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৮৬৯ জন। মৃত্যু হয়েছে, ১৮৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৪৬৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৯ হাজার ৭৯ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৩৭৭ জন।

রাশিয়া আক্রান্তে চতুর্থ অবস্থানে।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৯ হাজার ৪৩৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৩৯৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৯২ হাজার ৯৩৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৪৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৪০ লাখ ১৪ হাজার ২২০ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৬৮ হাজার ৮২১ জন। মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ২৯৪ জন এবং মৃত্যু ১১০ জনের।সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৪৮ হাজার ৭৩১ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৪১ লাখ ৮ হাজার ১০৮ জন। মারা গেছেন ৯১ হাজার ১৭০ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৩৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৯৭৫ জন।মৃত্যু ৩৩৮ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৫৮ হাজার ৭৭০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৩৯৬ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫০২ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২৭ লাখ ৩৪ হাজার ৮৬২ জন।

স্পেনে আক্রান্ত ৩২ লাখ ২৪ জন।মোট মৃত্যু ৭২ হাজার ৫৬৫ জন আর সেরে উঠেছে ২৮ লাখ ৫৭ হাজার ৭১৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৯৬২ জন এবং মৃত্যু ১৪১ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ২৯ লাখ ১১ হাজার ৬৪২ জন। মোট মৃত্যু ২৯ হাজার ৬২৩ জনের এবং সুস্থ হয়েছেন ২৭ লাখ ৩৪ হাজার ৮৬২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৭৪৯ জন এবং মৃত্যু ৭১ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২৫ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন। মোট মৃত্যু ৭৪ হাজার ৪৩১ জনের এবং সুস্থ হয়েছেন ২৩ লাখ ৭৪ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ২৯০ জন, মৃত্যু ৩১৬ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২৩ লাখ ৯ হাজার ৬০০ জন। মারা গেছেন ৬১ হাজার ৩৬৮ জন এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৯ হাজার ২২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৭১৬ জন। মৃত্যু ১২৫ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ২২ লাখ ১০ হাজার ১২১ জন। মারা গেছেন ৫৪ হাজার ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ৫৯৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ২৩৫ জন এবং মৃত্যু ২০০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২১ লাখ ৬৭ হাজার ৭২৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪৩৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৪ হাজার ৯৪৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৩৪ জনের। এবং সুস্থ হয়েছেন ১৭ লাখ ১১ হাজার ৯৩১ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৩১ হাজার ৯২১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৫৭৮ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ১৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৩৯৬ জন এবং মৃত্যু ৩৭২ জনের।

ইরানে মোট আক্রান্ত ১৭ লাখ ৬৩ হাজার ৩১৩ জন। মোট মৃত্যু ৬১ হাজার ৪২৭ জনের এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ৩৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৩৮০ জন এবং মৃত্যু ৯৭ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৫ লাখ ৩০ হাজার ৯৬৬ জন।মোট মারা গেছেন ৫১ হাজার ৫৬০ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৩৩ জন,মৃত্যু ১৩৯ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৮ হাজার ১ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১৪ লাখ ৭৭ হাজার ১৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৬৪২ জন। মোট মৃত্যু ২৮ হাজার ৬৯৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৬৪ জনের এবং সুস্থ হয়েছেন ১২ লাখ ৩২ হাজার ২০৯ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৪ লাখ ৩০ হাজার ৪৫৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৪১৪ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ৭৫৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৫৭ হাজার ৬৬৩ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৪ লাখ ২৭ হাজার ৬৪ জন। মোট মৃত্যু ৪৯ হাজার ৩৩০ জন।আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩৮ হাজার ৪৭৮ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৯০ জন,মৃত্যু ১৫৩ জনের।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১৪ লাখ ১২ হাজার ৯৬২ জন। মোট মৃত্যু ২৩ হাজার ৬৫৭ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৫১১ জন, মৃত্যু ১২৮ জনের।সুস্থ হয়েছেন ১২ লাখ ১৪ হাজার ৫৩০ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৯৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৭১৯ জন , মৃত্যু ২৬ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন