English

15 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৪৪ হাজার ৫৭৮ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৭২ হাজার ৯৪৭ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ৮৮৩ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫৮ হাজার ৭১ জন।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৬১ লাখ ৬৯ হাজার ৫১১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৪৪ হাজার ৫৭৮ জন। নতুন করে প্রাণ গেছে ৬ হাজার ৭৮৯ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৮ লাখ ২২ হাজার ৭৯৪ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৯৮২ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ১৯ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৭৩৮ জন বা আক্রান্তের ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ৮৫ হাজার ৯৯৭ জন বা আক্রান্তের ০.৫%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৬০৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৯৪৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৭ লাখ ২২ হাজার ২৬০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৬৭৪ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৭৭৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭৬২ জন, মৃত্যু ২৫৪ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৫ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৪৯ হাজার ২৮৩ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৯৬৬ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪২৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৯৮ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৯৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৪ লাখ ৬২ হাজার ৩৪৫ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৩৪ লাখ ৯৩৬ জন। মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৯৮৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫ হাজার ৭৭ জন এবং মৃত্যু ৩৩ জনের। সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৫৩ হাজার ১৩২ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ১২ হাজার ৩১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৭৮১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১০ হাজার ৮০১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮৮৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৬৭ লাখ ৪০ হাজার ৪৯১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৭২ লাখ ৬৭ হাজার ৭৭ জন। মোট মৃত্যু ৬৪ হাজার ৯০৯ জনের এবং সুস্থ হয়েছেন ৬৭ লাখ ১৯ হাজার ৩৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৮১০ জন এবং মৃত্যু ২৪৮ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৭০ লাখ ২৮ হাজার ১৯৭ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৮৪৮ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৬৬২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৩৮ জন এবং মৃত্যু ৫০ জনের।

ইরানে মোট আক্রান্ত ৫৬ লাখ ৩৮ হাজার ৭৩৫ জন। মোট মৃত্যু ১ লাখ ২১ হাজার ৩৪৭ জনের এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ১৫ হাজার ৭৯৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৬০৭ জন এবং মৃত্যু ২৩৮ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫২ লাখ ৬০ হাজার ৭১৯ জন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ২৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ২৪ হাজার ৯৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৮১ জন এবং মৃত্যু ৩৮ জনের।

স্পেনে আক্রান্ত ৪৯ লাখ ৬৫ হাজার ৩৯৯ জন। মোট মৃত্যু ৮৬ হাজার ৫২৭ জনের আর সেরে উঠেছে ৪৭ লাখ ৮৪ হাজার ৯১৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪২৩ জন, মৃত্যু ২২ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৯ লাখ ৬৩ হাজার ২৪৩ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৪২৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৬ হাজার ৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৮৯ জন। মৃত্যু ২৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৮৩ হাজার ৬৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬১২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ৬৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৬০ হাজার ৪৮২ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ৪২ লাখ ৬৪ হাজার ৯৮২ জন। মোট মৃত্যু ৯৪ হাজার ৩৪২ জনের এবং সুস্থ হয়েছেন ৪০ লাখ ৩২ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৪৮৮ জন, মৃত্যু ৪৬ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ২০ হাজার ২০৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯২২ জন। মোট মৃত্যু ১ লাখ ৪২ হাজার ২৬১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৮৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ লাখ ৪৬ হাজার ৮৯১ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৬ লাখ ৮১ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৯৮০ জন। মোট মৃত্যু ২ লাখ ৭৮ হাজার ৮০১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২১১ জনের। এবং সুস্থ হয়েছেন ৩০ লাখ ৩৫ হাজার ৫২১ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ১১ হাজার ৫৪৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৬৯৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৬৫ হাজার ১০৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৮৪ জন এবং মৃত্যু ০ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৯ লাখ ৬ হাজার ৮৫১ জন। মোট মারা গেছেন ৮৭ হাজার ৮১৯ জন।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৮১ হাজার ৫৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২৯ জন, মৃত্যু ৩৯ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৬ লাখ ৪ হাজার ৪০ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ৮২৮ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৭৪৮ জন, মৃত্যু ৬১ জনের।সুস্থ হয়েছেন ২৪ লাখ ৫৯ হাজার ৫২ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ২৪ লাখ ৬০ হাজার ১০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮২১ জন। মোট মৃত্যু ৫৬ হাজার ৮৮৯ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১১৪ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৬৪ হাজার ৫২৩ জন।

মালেশিয়ায় মোট আক্রান্ত ২২ লাখ ৮৫ হাজার ৬৪০ জন। মোট মৃত্যু ২৬ হাজার ৭৫৯ জন। আর সুস্থ হয়েছেন ২১ লাখ ১৬ হাজার ২১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৭৫ জন,মৃত্যু ৭৬ জনের।

এদিকে করোনা আক্রান্তের ২৯ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৯১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৯৪ জন, মৃত্যু ১৮ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন