English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ৩ হাজার ১১৬ জন,সুস্থ হয়েছেন ৪ লাখ ৭২ হাজার ১৯১ জন

- Advertisements -

মহামারী করোনার আগ্রাসনে ইতালীতে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো।  আজ মঙ্গলবার (৯ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার ৮০০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ৩ হাজার ১১৬ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ৮৪৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৬ লাখ ১২ হাজার ১৫০ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ২৫০ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৭২ হাজার ১৯১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৬ লাখ ১৮ হাজার ৬৩৭ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮৯ হাজার ৭৬৩ জন বা ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৬৫২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ১১৬ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৩৮ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৭৮৮ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৬৩৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে।গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৩৫৩ জন। মৃত্যু হয়েছে, ৭৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৬২৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৭ হাজার ৯৬৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৪৮৬ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১০ লাখ ৫৫ হাজার ৪৮০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৩৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ৬১৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ১১৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৯৭ লাখ ৮২ হাজার ৩২০ জন সুস্থ হয়েছেন।

রাশিয়া আক্রান্তে চতুর্থ অবস্থানে।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৩৩ হাজার ২৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ২৫৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৮৯ হাজার ৪৭৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ২২ হাজার ২৪৬ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ২৩ হাজার ২৩২ জন। মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৫৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৭১২ জন এবং মৃত্যু ৬৫ জনের।সুস্থ হয়েছেন ৩২ লাখ ৭৮ হাজার ৬২৯ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩৯ লাখ ৯ হাজার ৫৬০ জন। মারা গেছেন ৮৮ হাজার ৯৩৩ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৩২৭ জন।মৃত্যু ৩৫৯ জনের।

স্পেনে আক্রান্ত ৩১ লাখ ৬০ হাজার ৯৭০ জন।মোট মৃত্যু ৭১ হাজার ৪৩৬ জন আর সেরে উঠেছে ২৮ লাখ ১০ হাজার ৯২৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৭২১ জন এবং মৃত্যু ১০০ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৮১ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৩০২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ১০৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩১৮ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২৫ লাখ ৮ হাজার ৭৩২ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৭ লাখ ৯৩ হাজার ৬৩২ জন। মোট মৃত্যু ২৯ হাজার ৯৪ জনের এবং সুস্থ হয়েছেন ২৬ লাখ ৩২ হাজার ৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২১৫ জন এবং মৃত্যু ৬৪ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২৫ লাখ ১৩ হাজার ৭৬৮ জন। মোট মৃত্যু ৭২ হাজার ৬৯৮ জনের এবং সুস্থ হয়েছেন ২৩ লাখ ১০ হাজার ৯০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ১১৩ জন, মৃত্যু ১৬৬ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২২ লাখ ৭৮ হাজার ৮৬১ জন। মারা গেছেন ৬০ হাজার ৫৯৮ জন এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৮০ হাজার ৭৭৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২০৫ জন। মৃত্যু ৯৫ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ২১ লাখ ৫৪ হাজার ৬৯৪ জন। মারা গেছেন ৫৩ হাজার ১২১ জন এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৫৪৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫৮ জন এবং মৃত্যু ২৪১ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২১ লাখ ২৮ হাজার ৬০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭৩৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৯০ হাজার ৬০৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৪৭ জনের। এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭০ হাজার ৪৩১ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ১ হাজার ৮৩ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৩১৭ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ১৭০ জন এবং মৃত্যু ৩২ জনের।

ইরানে মোট আক্রান্ত ১৬ লাখ ৯৮ হাজার ৫ জন। মোট মৃত্যু ৬০ হাজার ৭৮৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৯ হাজার ৩৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৩১৩ জন এবং মৃত্যু ৯৯ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৫ লাখ ২১ হাজার ৭০৬ জন।মোট মারা গেছেন ৫০ হাজার ৮০৩ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৩৮ জন,মৃত্যু ১২৫ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪২ হাজার ৪৫ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১৪ লাখ ৬ হাজার ৮০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫৭২ জন। মোট মৃত্যু ২৭ হাজার ১২৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০৬ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৯৮ হাজার ২৫৪ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৩ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৮৯৪ জন। মোট মৃত্যু ৩৭ হাজার ৫৪৭ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৩ হাজার ৩৮১ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৩ লাখ ৭৪ হাজার ৪৩৭ জন। মোট মৃত্যু ৪৭ হাজার ৯৭৩ জন।আর সুস্থ হয়েছেন ১২ লাখ ৮২ হাজার ২২৮ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২৯১ জন,মৃত্যু ১১৯ জনের।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১৩ লাখ ২৫ হাজার ২৯১ জন। মোট মৃত্যু ২১ হাজার ৮৮২ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৯২৩ জন, মৃত্যু ৯১ জনের।সুস্থ হয়েছেন ১১ লাখ ৩৫ হাজার ২৫১ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৭৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৪৫ জন , মৃত্যু ১৪ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন