English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ লাখ ৬৬ হাজার ৭০৩ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ২ লাখ ৭৪ হাজার ২৬৬ জন।সর্বোচ্চ মৃত্যু ভারতে ১ হাজার ১৮ জনের।সর্বোচ্চ সুস্থ ফ্রান্সে ৩ লাখ ৬৮ হাজার ২২ জন।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৭৯০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ লাখ ৬৬ হাজার ৭০৩ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ৯৩৬ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৬ লাখ ৯১ হাজার ৭২৮ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯ কোটি ৯০ লাখ ২১ হাজার ৮৩৮ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৪ লাখ ৪৭ হাজার ২৮৪ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৭ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ১১৮ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৯৩ হাজার ১০৬ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৭ কোটি ৬২ লাখ ২২ হাজার ২১৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৪ হাজার ২৬৬ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ১০ হাজার ১১০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ১৫৩ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ৬২ লাখ ৪২ হাজার ২২২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২২১ জন, মৃত্যু ১ হাজার ২১৮ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৪ লাখ ৬৬ হাজার ৭১১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৯৬ হাজার ২৬৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৯২ লাখ ১৮ হাজার ৩৭৫ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৫৫ হাজার ১০৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৬১৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ২৭ হাজার ৩৬৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৪২ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ২১ লাখ ৯৬ হাজার ৪৪২ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৭৩০ জন। মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৯৩১ জন এবং সুস্থ হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৪২ হাজার ৬৮০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮২ হাজার ৬৫৭ জন এবং মৃত্যু ৩৮৪ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার ৫২২ জন। মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৬৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২ হাজার ৩৯৯ জন এবং মৃত্যু ৮৫ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৯২৯ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ৭৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২৪ হাজার ৭০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩১ হাজার ৩৪৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬২১ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ৪৮ হাজার ১৮১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ১৬ লাখ ১৯ হাজার ৮৮২ জন। মোট মৃত্যু ৮৭ হাজার ৪১৬ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৯ লাখ ১১ হাজার ১৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৩ হাজার ২৬১ জন এবং মৃত্যু ১৮২ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯ লাখ ৮৩ হাজার ১১৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৭ হাজার ৭১৫ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৬ হাজার ৪৯৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৪৯ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৮২ লাখ ৪৪ হাজার ১২ জন।

স্পেনে আক্রান্ত ৯৯ লাখ ৬১ হাজার ২৫৩ জন। মোট মৃত্যু ৯৩ হাজার ২২৫ জনের আর সেরে উঠেছে ৬২ লাখ ১ হাজার ৫২০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬০ হাজার ৭০৭ জন, মৃত্যু ৮৭ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৯৮ লাখ ৯৬ হাজার ৩৪৪ জন। মোট মৃত্যু ১ লাখ ১৮ হাজার ৫২৭ জনের এবং সুস্থ হয়েছেন ৭৬ লাখ ২২ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১৯ হাজার ৬৯৬ জন, মৃত্যু ১৪৭ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮৩ লাখ ৭৮ হাজার ৬৫৬ জন। মারা গেছেন ১ লাখ ২১ হাজার ২৭৩ জন এবং সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৬ হাজার ৬৭০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৩ হাজার ৪৭২ জন এবং মৃত্যু ২৮৫ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬৩ লাখ ৭৩ হাজার ১৭৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৩২ হাজার ৪৫৪ জনের এবং সুস্থ হয়েছেন ৬১ লাখ ৬ হাজার ৪৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৯৯৫ জন এবং মৃত্যু ৩০ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫৮ লাখ ৮৭ হাজার ২৬১ জন। মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৩০০ জন এবং সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬১ হাজার ১৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ২৮৪ জন। মৃত্যু ২২১ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৪৯ লাখ ৩০ হাজার ৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৯২৬ জন। মোট মৃত্যু ৩ লাখ ৫ হাজার ৮৯৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৩১ জনের। এবং সুস্থ হয়েছেন ৪০ লাখ ২৪ হাজার ৯৮১ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ৮৬ হাজার ১৫৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫ হাজার ১৯৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪০ লাখ ১৩ হাজার ৪৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৯২৬ জন এবং মৃত্যু ৩৩ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪৩ লাখ ৫৩ হাজার ৩৭০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ১৮৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৩২০ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৭ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ৪০ হাজার ৪৫৪ জন।
নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৪৩ লাখ ২০ হাজার ২৫৭ জন। মোট মৃত্যু ২১ হাজার ২৭২ জন। আর সুস্থ হয়েছেন ৩১ লাখ ১১ হাজার ৪৭৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৫ হাজার ১৬৪ জন,মৃত্যু ২ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ৪০ লাখ ৬৪ হাজার ৪৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ২৬ জন। মোট মৃত্যু ১ লাখ ২০৩ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২২ হাজার ৭৮ জন।
দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৬ লাখ ৫ হাজার ২২২ জন। মোট মারা গেছেন ৯৫ হাজার ৯৩ জন।সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৬ হাজার ৪৬১ হাজার।

ফিলিপাইনে মোট আক্রান্ত ৩৫ লাখ ৬০ হাজার ২০২ জন। মোট মৃত্যু ৫৪ হাজার ৩ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৫৪৬ জন, মৃত্যু ১১২ জনের।সুস্থ হয়েছেন ৩৩ লাখ ১৫ হাজার ৩৮১ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৯ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৫৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৫০১ জন, মৃত্যু ৩১ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন