English

25 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৭০ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত রাশিয়াতে ১ লাখ ৭৯ হাজার ১৪৭ জন।সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে ৮২৭ জনের।সর্বোচ্চ সুস্থ ফ্রান্সে ২ লাখ ৪৯ হাজার ১৪৪ জন।

আজ রোববার (২০ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ৩৮ লাখ ১১ হাজার ৩৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ লাখ ৯২ হাজার ২১৮ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৩৬৯ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৯ লাখ ১ হাজার ২৬৩ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৭০ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১ লাখ ১৮ হাজার ৮৬৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৬ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩৫৯ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৮২ হাজার ৫৪৮ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ৭২ হাজার ৫৬১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৪৪৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৫৯ হাজার ১৩০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৭১৫ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৮৫১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৬৮ জন, মৃত্যু ৬৭৩ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৮ লাখ ২২ হাজার ৪৭৩ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ১১ হাজার ৯৩৫ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৩৮৩ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮১ লাখ ৬৭ হাজার ৫৮৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৬৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৪৩ হাজার ৯৩৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮২৭ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৭৮২ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ২২ লাখ ২৭ হাজার ৮২৬ জন। মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৫৯৪ জন এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৮৯ লাখ ২১ হাজার ৬২৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৬ হাজার ৬৩৮ জন এবং মৃত্যু ১৪৮ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ২১৬ জন। মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪ হাজার ৩৭৭ জন এবং মৃত্যু ১২৮ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ১১ হাজার ৯৯৫ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৭২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ১৪৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪৪ হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৯৮ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ২২ লাখ ১৭ হাজার ৯৪২ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৩০০ জন। মোট মৃত্যু ১ লাখ ২১ হাজার ৮২৬ জনের এবং সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৯৫ হাজার জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৩৭ হাজার ৭২২ জন, মৃত্যু ১৩৩ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ১৩০ জন। মোট মৃত্যু ৯২ হাজার ১৮৮ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৭০ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮০ হাজার ৪৫৪ জন এবং মৃত্যু ২৭৮ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৩ লাখ ২৩ হাজার ৩৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৭ হাজার ৮৯০ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩২০ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৭ লাখ ৩২ হাজার ৯০৮ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৭ লাখ ৭৮ হাজার ৬০৭ জন। মোট মৃত্যু ৯৭ হাজার ৭১০ জনের আর সেরে উঠেছে ৮২ লাখ ১৬ হাজার ৬৬৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪ হাজার ২১৩ জন, মৃত্যু ৩৬০ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮৭ লাখ ৯৯ হাজার ৮৫৮ জন। মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৯২৪ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ লাখ ১৮ হাজার ৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৬৫০ জন এবং মৃত্যু ১৫৯ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬৮ লাখ ৯৪ হাজার ১১০ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৪ হাজার ৪২০ জনের এবং সুস্থ হয়েছেন ৬৪ লাখ ২ হাজার ৮২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৫৪৫ জন এবং মৃত্যু ১৮২ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৩৫ হাজার ১৪৩ জন। মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৭৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৫২ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ১৩ জন। মৃত্যু ১৪৭ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৫৯ লাখ ৬৩ হাজার ২৩৮ জন। মোট মৃত্যু ২১ হাজার ৪৪৯ জন। আর সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৩০ হাজার ৩৫৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬ হাজার ৩৭৮ জন,মৃত্যু ১৭ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৯৫ হাজার ৬১৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ২০৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৪৫ হাজার ৮৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ২২৯ জন এবং মৃত্যু ৩১৬ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৩ লাখ ৪৪ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৯৬ জন। মোট মৃত্যু ৩ লাখ ১৪ হাজার ১২৮ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫২০ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৯১ হাজার ৮৮ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৫০ লাখ ৩০ হাজার ২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৩ হাজার ৯৫৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৫ হাজার ৮২৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২০৬ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪ লাখ ১৪ হাজার ৩০৬ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৪৬ লাখ ৩৭ হাজার ২৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৩৩০ জন। মোট মৃত্যু ১ লাখ ৩ হাজার ৮২৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৫৯ জনের এবং সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৬৬ হাজার ৭৫৫ জন।

জাপানে মোট আক্রান্ত ৪১ লাখ ৪৬ হাজার ১৯৭ জন। মোট মৃত্যু ২০ হাজার ৯৫৪ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০ হাজার ৫২২ জন, মৃত্যু ২৫৩ জনের।সুস্থ হয়েছেন ৩২ লাখ ৬০ হাজার ৪৫৭ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৬ লাখ ৫২ হাজার ২৪ জন। মোট মারা গেছেন ৯৭ হাজার ৯৫৫ জন।সুস্থ হয়েছেন ৩৫ লাখ ১৫ হাজার ১৯৬ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫৬ জন, মৃত্যু ৪৩৫ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪০ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৬০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫৩৯ জন, মৃত্যু ২০ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন