বিশ্বে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা, শুক্রবার এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল দুই মাস ধরে প্রত্যেক সপ্তাহে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
শুক্রবার ভার্চুয়াল এক সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম বলেছেন, ‘বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গেল দুই মাস ধরে প্রত্যেক সপ্তাহে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। করোনায় আক্রান্ত হওয়া ও মৃতের এমন হার মহামারি শুরু হওয়ার পর কখনো দেখিনি আমরা।’
সংক্রমণের হার বাড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন করোনার নতুন রূপ ও ধরনকে। যা খুবই সংক্রামক। এ ছাড়া বিভিন্ন দেশে করোনার সংক্রমণ রুখতে বিভিন্ন বিধি-নিষেধ ও কড়াকড়ি তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া টিকার অসম বন্টনকেও দায়ী করছেন তিনি।