English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বিশ্বে এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৫৯৯ জন বা ৯৭%

- Advertisements -

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ রোববার (৯ জানুয়ারী) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৭৯ হাজার ৬৩৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ২২ হাজার ৯১১ জন। নতুন করে প্রাণ গেছে ১২ হাজার ৭৩৩ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ১৯ লাখ ৩৪ হাজার ৮৩৩ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৫৯৯ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৭৭ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৬৩৩ জন বা ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৮ হাজার ৫১৭ জন বা ০.৫%

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৯৩৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫১৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৮১ হাজার ৪৮০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩৫ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৮২০ জন। মৃত্যু হয়েছে, ২১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লাখ ৫১ হাজার ৩৪৬ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫১ হাজার ৪৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৫ হাজার ৩৯৫ জন।

আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ৭৫ হাজার ৯৯৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৭৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ২ হাজার ৬৫৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ১১৫ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭১ লাখ ৪৪ হাজার ১১ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৭৯ হাজার ১০৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৩০৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬১ হাজার ৩৮১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৭০ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২৭ লাখ ৫৪ হাজার ৮০৯ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ১৭ হাজার ৪০৯ জন। মারা গেছেন ৮০ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৯ হাজার ৯৩৭ জন এবং মৃত্যু ১ হাজার ৩৫ জনের।সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬ হাজার ৯৬৭ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২৭ লাখ ৬৭ হাজার ৩১২ জন। মারা গেছেন ৬৭ হাজার ৫৯৯ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ২ হাজার ১৬৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ১৭৭ জন।মৃত্যু ১৬৮ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ২৩ লাখ ১৭ হাজার ১১৮ জন। মোট মৃত্যু ২২ হাজার ৬৩১ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৯০ হাজার ৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৫৩৭ জন এবং মৃত্যু ১৮১ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৫৭ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৯৭৮ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৮৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬ হাজার ৬৩০ জন।

স্পেনে আক্রান্ত ২০ লাখ ৫০ হাজার ৩৬০ জন।মোট মৃত্যু ৫১ হাজার ৮৭৪ জন, আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১৯ লাখ ১৪ হাজার ৩৩৫ জন। মোট মৃত্যু ৪১ হাজার ৬১ জনের এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৮০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ১৯৬ জন, মৃত্যু ৬৬০ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ১৭ লাখ ৭১ হাজার ৩৬৩ জন। মারা গেছেন ৪৫ হাজার ৭৮৪ জন এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯ হাজার ৫৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৭৯৫ জন। মৃত্যু ৩৫৩ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৭ লাখ ১৪ হাজার ৪০৯ জন। মারা গেছেন ৪৪ হাজার ৪১৭ জন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৩৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৫৭ জন এবং মৃত্যু ১৪৪ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৫ লাখ ৭ হাজার ৯৩১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৩৬২ জন। মোট মৃত্যু ১ লাখ ৩২ হাজার ৬৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৩৮ জনের। এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৩৪ হাজার ৮৭৭ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৩৮৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ হাজার ১১ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১১ লাখ ১৩ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৫৪৮ জন এবং মৃত্যু ৪৩৮ জনের।

ইরানে মোট আক্রান্ত ১২ লাখ ৮০ হাজার ৪৩৮ জন। মোট মৃত্যু ৫৬ হাজার ১০০ জনের এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৭ হাজার ৪৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৯২৪ জন এবং মৃত্যু ৮২ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১২ লাখ ১৪ হাজার ১৭৬ জন।মোট মারা গেছেন ৩২ হাজার ৮২৪ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৬০৬ জন,মৃত্যু ৩৯৯ জনের। সুস্থ হয়েছেন ৯ লাখ ৫৬ হাজার ৭১২ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১১ লাখ ১০ হাজার ১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮৪৬ জন। মোট মৃত্যু ১৯ হাজার ৬৬৮ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮০ জনের এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৬ হাজার ৩০৬ জন।

পেরুতে মোট আক্রান্ত ১০ লাখ ৩২ হাজার ২৭৫ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ২১৩ জন।আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৮ হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৮০৪ জন। মৃত্যু ৬৮ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮ লাখ ৬৬ হাজার ২৩৫ জন। মোট মৃত্যু ১২ হাজার ৩০৭ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৩২১ জন, মৃত্যু ১৩৬ জনের।

চেসনিয়ায় মোট আক্রান্ত ৮ লাখ ২২ হাজার ৭১৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২৯ জন। মোট মৃত্যু ১২ হাজার ৯৭৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৪ হাজার ৮ জন।

এদিকে ২৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৫৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৯২ জন , মৃত্যু ২২ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন