এস এম আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জাপানে ৪৫ হাজার ২৯৯ জন,সর্বোচ্চ মৃত্যু জাপানে ৩৯৭ জনের এবং সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৯০ হাজার ৮৯৬ জন।
আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার ৪০৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৯৮ হাজার ৭ জন। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৩৫৩ জনের।এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৭ লাখ ৬৭ হাজার ৬০১ জন মানুষ বা আক্রান্তের ১%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৫৫৪ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৫৫২ জন।বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৪১ হাজার ৮৫৯ জন বা আক্রান্তের ০.২%।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১০ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ৪৬৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৩৫ হাজার ৩৪১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১০ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৪৬১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯ জন, মৃত্যু ১ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ১২২ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ৩০ হাজার ৭৪১ জনের।ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৫০ হাজার ৬১৭ জন।
ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ৯৫ লাখ ৩৩ হাজার ৩২৩ জন। মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ২৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ৮৯০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৫০৬ জন এবং মৃত্যু ৪৪ জনের।
জার্মানিতে মোট আক্রান্ত ৩ কোটি ৭৮ লাখ ১০ হাজার ১৪৭ জন।মোট মৃত্যু ১ লাখ ৬৬ হাজার ১৬ জনের এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৩৫৭ জন, মৃত্যু ১৫১ জনের।
ব্রাজিল আক্রান্তে ৫ম অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৭৩ জন।আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৯৭ হাজার ২৪৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৮ জনের।এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ৫৯ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন সুস্থ হয়েছেন।
জাপানে মোট আক্রান্ত ৩ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৭৪১ জন।মোট মৃত্যু ৬৮ হাজার ৭৯৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৫ হাজার ২৯৯ জন, মৃত্যু ৩৯৭ জনের।সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৩৯১ জন।
এর পরের অবস্থানে দক্ষিণ কোরিয়া। মোট আক্রান্ত ৩ কোটি ২ লাখ ১৩ হাজার ৯২৮ জন।মোট মারা গেছেন ৩৩ হাজার ৫২২ জন।সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার ৪০৫ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৮৭২ জন, মৃত্যু ৩৬ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৭৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৩৫৭ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৩০ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২ কোটি ৫০ লাখ ১৪ হাজার ৯৮৬ জন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩৬১ জন।মারা গেছেন ২ লাখ ৪ হাজার ১৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৪৫ জন এবং মৃত্যু ১৩০ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার ৭৫০ জন।
আক্রান্তে ১০ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৯৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ২৮৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৫ হাজার ১৪৮ জন।গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪০ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২ কোটি ১৩ লাখ ৬২ হাজার ২৯ জন।