করোনায় আবার শনাক্ত ও মৃত্যু বেড়েছে। দৈনিক শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ৩২ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২৫৬ জনে। নতুন শনাক্তের ৫৯ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা।
নতুন করে শনাক্ত হয়েছেন ১৬,০৩৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৪,৮২৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৬০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ এবং ৪৯ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২২ লাখ ১২ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ পুরুষ এবং ৬ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬২ জন এবং নারী ১০ হাজার ১৯৪ জন।
মারা যাওয়া ১৮ জনের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন রয়েছেন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন সরকারি হাসপতালে এবং ৮ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।