স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, দ্রুতই শেষ হচ্ছে না করোনার বিধি-নিষেধ। ওমিক্রনের প্রভাবের ওপর নির্ভর করেই নেওয়া হবে।
নতুন বিধি-নিষেধ বিষয়ে তিনি বলেন, এর আগ পর্যন্ত করোনা প্রতিরোধে মাস্ক ছাড়া রাস্তায় বের হলে জরিমানার বিধানসহ ১১ দফা বিধি-নিষেধ অপরিবর্তিত থাকবে। ওমিক্রন বাড়লেও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে সরকারঘোষিত নির্দেশনার বাইরে নতুন করে কোনো বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে না।
আজ শনিবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বাস্থ্যের ডিজি আরও বলেন, এ হাসপাতালে রোগীদের প্রচণ্ড চাপ। এই সমস্যা সমাধানের জন্য একই বিভাগের একাধিক ওয়ার্ডসহ বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ডি এ হাসান প্রমুখ।