English

25 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

দেশে বুস্টার ডোজের আওতায় ৬ কোটির অধিক মানুষ

- Advertisements -

দেশে এখন পর্যন্ত ৬ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ৭৭০ জন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন।

রবিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৩২ হাজার ৬১৮ জন। আর দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ৯৩১ জনকে। একই সময়ে দেশে প্রথম ডোজ পেয়েছেন ২২ হাজার ৭৮৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ হাজার ৮৫৭ জন এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩২ হাজার ৬১৮ জনকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৫৭১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ৩৬৩ জন। এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ৭৭০ জন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন