সারাদেশে ১১ আগস্ট পর্যন্ত ২ কোটি ৮৯ হাজার ১০৭ জনকে টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, টিকাগ্রহীতাদের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২ হাজার হাজার ১৭০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৭০ হাজার ৭৪৮ জন।
টিকাগ্রহীতাদের মধ্যে ফাইজারে প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩২ হাজার ৪৭৯ জন। সিনোফার্মের টিকার প্রথম ডোজ পেয়েছেন ৬ লাখ ৯৪ হাজার ৯৪৮ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৯২৪ জন।
আর মডার্নার টিকার প্রথম ডোজ পেয়েছেন ২২ লাখ ১১ হাজার ৭৮৯ জন। এদিন মডার্নার টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ হাজার ৭৯৪ জন।