দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১২ হাজার ১৯৮ জন শনাক্ত হয়েছেন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৮৪২ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৪৬ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৬৩১টি নমুনা সংগ্রহ এবং ৪১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এখন পর্যন্ত ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।