দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭৪২ জন। মোট শনাক্ত ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৩৩ জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫:জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৪২৭ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ২১৭টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৫ লাখ ৬০হাজার ৬৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৫৯শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক৫৩ শতাংশ।