দেশে একদিনে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৫৫ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ২৩১টি নমুনা সংগ্রহ এবং ২৭ হাজার ৮৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৯ লাখ ৩১ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।