দেশে একদিনে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক শূন্য ৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৮৪ জন এবং এখন পর্যন্ত ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬৩৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৯৭২টি নমুনা সংগ্রহ এবং ৩৭ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৪ লাখ ৫৫ হাজার ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক শূন্য ৪ শতাংশ।