দীর্ঘ সময় ধরে কোভিড আক্রান্তদের মধ্যে ২০০টিরও বেশি উপসর্গ দেখা যায়। এটি আক্রান্ত করে মানব দেহের অন্তত ১০টি অঙ্গকে। নতুন এক গবেষণায় এমনটিই জানা গেছে। গবেষকরা মোট ৫৬ টি দেশের ৩ হাজার ৭৬২ জনের মধ্যে এই গবেষণা চালিয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত সংগ্রহ করা নানা উপসর্গ বিশ্লেষণ করে এই গবেষণাটি করা হয়েছে। এতে মোট ২০৩ ধরণের উপসর্গ চিহ্নিত করা হয়। এরমধ্যে ৬৬ ধরণের উপসর্গ পাওয়া গেছে যা পুরো ৭ মাস ধরেই দেখা গেছে। এসব উপসর্গের মধ্যে সবথেকে সাধারণ ছিল ক্লান্তি, পরিশ্রমের পর উপসর্গের প্রকোপ বৃদ্ধি এবং বুদ্ধিভিত্তিক চিন্তার ক্ষমতা হ্রাস বা ব্রেইন ফগ।
এছাড়া আরো ছিল, দৃষ্টি শক্তি হ্রাস, শরীরে চুলকানি, যৌন ক্ষমতা হ্রাস, মুত্রাশয়ে সমস্যা, ডায়রিয়া, হৃদপিন্ডে কম্পন বৃদ্ধি এবং টিনিটাস।
এই গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা। এটি প্রকাশিত হয়েছে ল্যানসেটে ম্যাগাজিনে। তবে এই গবেষণায় জানা যায়নি ঠিক কতদিন ধরে একজন রোগী কোভিডে আক্রান্ত থাকতে পারেন। যদিও অন্য গবেষণায় দেখা গেছে দীর্ঘ কোভিডের ক্ষেত্রে প্রায় ৩ মাস পর্যন্ত একজন রোগী অসুস্থ থাকতে পারেন।