গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৬৫ জন এবং অন্যান্য বিভাগে ৫৯ জন নতুন ভর্তি হয়েছে। আজ শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে দেওয়া সর্বশেষ তথ্যে এসব জানানো হয়।
এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছে ১৮ হাজার ৮৭২ জন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৭৯০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৮৩ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৭৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৯৭৩ জন। আজ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১৯ হাজার ৯১৮ জন।