দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮২২জন। মোট শনাক্ত ৭ লাখ ৬৯হাজার ১৬০জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৯৮জন এবং এখন পর্যন্ত ৭লাখ ২ হাজার ১৬৩জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৪২৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৮২২টি নমুনা সংগ্রহ এবং ২১হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৫৫ লাখ ৮২হাজার ২৬৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৪৪শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক৫৩ শতাংশ।