English

19 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
- Advertisement -

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৭ জনের

- Advertisements -

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৭ জনের, যা এখন পর্যন্ত করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭ হাজার ছাড়ালো। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে।

এর আগে, গত ২ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয় ৬ হাজার ৮৩০ জনের, যা এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২৬৬ জনে।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।

এতে আরো জানানো হয়, ২২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ এবং ৩০ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৭লাখ ৮৩ হাজার ৩৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন