বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে মারা গেছে ২০ জন, বাড়িতে মারা গেছে এক জন। আজ দুপুর পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ৩ হাজার ১৩২ জন।
আজ শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৮০২ জনেরর। এর মধ্যে ২ হাজার ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪.৯৮ শতাংশ। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন