English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

কাউকে অচেতন হতে দেখলে করণীয়

- Advertisements -

অতিরিক্ত গরমে অচেতন হওয়ার ঝুঁকিতে থাকে মানুষ। শরীরে পানিশূন্যতা, ক্লান্তিভাব, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি কারণে যে কেউ অচেতন হতে পারেন। অচেতন রোগীর বিশেষ যত্ন প্রয়োজন। কাউকে অচেতন হতে দেখলে দ্রুত কয়েকটি পদক্ষেপ নেওয়া উচিত।

চিকিৎসকদের পরামর্শ, প্রথমে দেখতে অচেতন রোগী শ্বাস গ্রহণ করছেন কিনা। এরপর তার মুখটা খোলা জায়গার দিকে ঘুরিয়ে দিতে হবে। যদি দেখা যায় শ্বাস ভালোভাবে নিচ্ছেন, পালস মোটামুটিভাবে চলছে এবং অচেতন অবস্থায় আছেন তাহলে সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আর যদি দেখা যায় জ্ঞান ফিরেছে তাহলে তাকে ওই জায়গায় কিছু সময় বসিয়ে রাখতে হবে। পরে তাকে একজন চিকিৎসকের কাছে নিতে হবে।

গরমে অল্প বয়সী ছেলে মেয়েরাও অচেতন হতে পারে। বিশেষ করে মেয়েরা অচেতন হওয়ার ঝুঁকিতে বেশি থাকে। কম বয়সী কেউ অচেতন হলে অনেক সময় তাদের জ্ঞান ফেরানোর জন্য অভিভাবকেরা অস্থির হয়ে পড়েন। মনে রাখতে হবে খুব অস্থিরতা দেখালে রোগী আতঙ্কগ্রস্ত হয়ে যেতে পারে।

কাউকে অচেতন হতে দেখলে যা করবেন না

অচেতন রোগীর মাথার নিচে কুশন বা বালিশ রাখবেন না, কারণ এটি তাদের শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত ঘটাতে পারে।

অচেতন রোগীকে বসানোর চেষ্টা করবেন না।

অচেতন ব্যক্তির মুখে পানি ছিটাবেন না।

চড় মারবেন না।

তথ্যসূত্র: মেডিকেল নিউজ টুডে অবলম্বনে

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন